
হাড় কাঁপানো শীত না পড়লেও কলকাতা সহ বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরেই শীতের আমেজে গা ভাসাচ্ছে বঙ্গবাসী। বর্তমানে সমগ্র রাজ্য জুড়ে বিরাজ করছে মনোরম আবহাওয়া। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে সামনে এল কলকাতায় কেমন থাকতে চলেছে মঙ্গলবারের আবহাওয়া (West Bengal Weather Update)?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। মূলত, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও মঙ্গলবার আকাশ পরিষ্কারই থাকবে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম।
মঙ্গলবার নৈহাটির ‘বড়মা’র মন্দিরে মমতা
গতকাল অর্থাৎ সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস কম। জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭-২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আজ কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। কলকাতায় আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে।
তবে শুধু কলকাতাতেই নয়, সকল উপকূলবর্তী জেলাতেই কমবে তাপমাত্রার পারদ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়াতে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলোতে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
খুচরো না দেওয়ায় কন্ডাক্টরের হাতে আক্রান্ত মহিলা
তবে এর মধ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি। আর এই বৃষ্টির মরশুম শেষ হলেই জাঁকিয়ে শীত পড়বে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনি ও রবিবার উপকূলঘেঁষা দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই কম-বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জাঁকিয়ে শীত পড়লেও এখনই হাড় কাঁপানো শীত পড়বে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে।










