শীতে শুরু হচ্ছে পরিবহণ দপ্তরের নতুন কলকাতা দর্শন ট্যুর

Kolkata weather update

কলকাতা: শীতের আমেজে ফের নতুন রূপে সাজছে তিলোত্তমা কলকাতা। শহরের রাস্তাঘাটে নেমে আসছে সকালের কুয়াশা, দিনের মিঠে রোদ আর শীতের স্বতন্ত্র আবহ। এই মনোরম মৌসুমে শহরকে নতুনভাবে ঘুরে দেখার সুযোগ করে দিতেই বড়সড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর। ডিসেম্বরের গোড়াতেই চালু হচ্ছে বিশেষ ‘কলকাতা দর্শন’ (Kolkata winter tour) বাস ট্যুর প্যাকেজ, যা শহরবাসী থেকে পর্যটক সবাইকে কলকাতার অচেনা সৌন্দর্য চিনিয়ে দিতে তৈরি।

Advertisements

“হেঁটে দেখুন, শিখুন” জনপ্রিয় গানের এই স্মৃতিময় লাইনকেই কেন্দ্র করে শহর ঘোরার এই উদ্যোগে নতুন মাত্রা যোগ করা হয়েছে। পরিবহণ দপ্তরের বক্তব্য অনুযায়ী, কলকাতার আশপাশে এত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান থাকা সত্ত্বেও অনেকেই সেগুলো সম্পর্কে জানেন না। তাই এই শীতেই শহরকে নতুন করে চিনে নেওয়ার উৎসব শুরু হতে চলেছে।

   

পরিবহণ দপ্তর জানিয়েছে, দেশি ও বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ এসি ভলভো বাসে করানো হবে এই ট্যুর। প্রতিটি বাসে থাকবেন প্রশিক্ষিত গাইড, যিনি প্রতিটি স্থানের ইতিহাস, স্থাপত্য, গুরুত্ব ও নজিরবিহীন তথ্য সহজভাবে শোনাবেন। এই উদ্যোগ পর্যটন-বান্ধব পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই দপ্তরের আশা।

এই শীতে ‘কলকাতা দর্শন’—এ থাকছে দুটি আলাদা রুট, যাতে দর্শনার্থীরা তাঁদের পছন্দমতো প্যাকেজ বেছে নিতে পারেন।

১. ইকোপার্ক কেন্দ্রিক ট্যুর

এই প্যাকেজে দেখা যাবে ইকোপার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, নিউটাউন হরিণালয়, মিষ্টিহাব, ইকো আর্বান ভিলেজ, বিশ্ববাংলা গেট, নজরুল তীর্থসহ একাধিক আধুনিক দর্শনীয় জায়গা। নিউটাউনের আধুনিকতা, সবুজায়ন, সৃজনশীল স্থাপত্য এবং থিমভিত্তিক বিনোদন কেন্দ্র এই প্যাকেজকে পরিবারের জন্যও অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে।

Advertisements

২. কালীঘাট কেন্দ্রিক ট্যুর

এই ঐতিহ্যভিত্তিক রুটে অন্তর্ভুক্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল, ন্যাশনাল লাইব্রেরি, সেন্ট্রাল জেল মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, ইডেন গার্ডেন্স, হাওড়া ফুলবাজার, হাওড়া ব্রিজ, ট্রাম স্মরণিকা, প্রিন্সেপ ঘাট, নন্দন। 

একদিনের মধ্যেই শতাব্দির ইতিহাস, শিল্প-সংস্কৃতি, ব্রিটিশ আমলের স্থাপত্য এবং পুরনো কলকাতার স্মৃতি একসঙ্গে উপভোগ করা যাবে। পরিবহণদপ্তর জানিয়েছে, টিকিট কাটা যাবে এসপ্ল্যানেড টিকিট কাউন্টার, পরিবহণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও যাত্রীসাথী অ্যাপে। 

টিকিট থাকবে দুটি ধরণ। সব দর্শনীয় স্থানের প্রবেশমূল্যসহ সম্পূর্ণ প্যাকেজ ও শুধুমাত্র বাসভাড়া যাঁরা সব জায়গায় ঢুকবেন না তাঁদের জন্য। বাসে থাকছে ব্রেকফাস্ট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা। তবে ভাড়া এখনও নির্ধারিত হয়নি।

দপ্তরের এক আধিকারিকের কথায়, “শীত হল ঘোরার মরশুম। বহু মানুষই একদিনে বহু জায়গা দেখতে চান, কিন্তু সঠিক যাতায়াত বা রুট না-জানায় তা সম্ভব হয় না। এই প্যাকেজ তাঁদের সেই সুবিধাই দেবে।কলকাতার মধ্যেই আছে আরেকটি অচেনা শহর, যা সাধারণ মানুষের চোখে পড়ে না। আমরা সেই অংশটাকেই দেখাতে চাই।”