Weather Update : শনিবার থেকেই রাজ্যে শীতের আগমন

Kolkata Winter

নিউজ ডেস্ক : শুক্রবার সকালে শহরে আকাশ আংশিক মেঘলা। রাতে হালকা বৃষ্টি (Rain) হওয়ার জেরে পারদ পতন কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শনিবার থেকে চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা (Weather Update) রয়েছে৷ আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যেই কলকাতা এবং জেলার তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি করে নামতে পারে৷

Advertisements

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে৷ জেলার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রিতে৷ আজ সকালের দিকেও বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট ছিল৷ সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ মূলত, উত্তুরে হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতেই আকাশের মুখ ভার৷ তবে শনিবার থেকেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রভাব বাড়বে৷ ফলে দ্রুত নামবে পারদ৷ দার্জিলিং বাদে রাজ্যের আর কোথাওই বৃষ্টির সম্ভাবনাও নেই৷ এই মুহূর্তে শীতের অনুকূল পরিবেশ রয়েছে রাজ্যে৷ আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে৷ ফলে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে৷

   
Advertisements

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম দিকে ঠান্ডা হাওয়া ও বঙ্গোপসাগর থেকে আদ্রতা জনিত হাওয়া ওপর দিকে ওঠায় এই দুই বিপরীত চরিত্র হাওয়ার ফলে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু-কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টি ঘন কুয়াশা হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশে। তবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের মধ্যে ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমবে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে।