প্রকাশ হচ্ছে প্রাথমিক টেটের ফলাফল, শিক্ষক নিয়োগের পথে এক ধাপ এগিয়ে রাজ্য

West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process
West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process

কলকাতা: শিক্ষকতার চাকরিপ্রার্থীদের জন্য এল সুসংবাদ! পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) অবশেষে আজ, বুধবার প্রকাশ করতে চলেছে ২০২৩ সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্ট (West Bengal TET)-এর ফলাফল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দুর্গাপুজোর আগেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা চাকরিপ্রার্থীদের মুখে হাসি ফোটাবে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৪ টের পরেই ফলপ্রকাশ সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

গত বছরের ডিসেম্বরে এই প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় তিন লক্ষাধিক চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতদিন ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার পেছনে মূল কারণ ছিল ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা। অবশেষে সেই সমস্যার সমাধান হওয়ায় আজ প্রকাশ পেতে চলেছে ফলাফল।

   

পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে, টেট ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হবে রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এর ফলে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ শূন্যপদগুলি পূরণ করার পথ আরও প্রশস্ত হবে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদের জন্য ইতিমধ্যেই অর্থ দফতরের কাছে অনুমোদনের ফাইল পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই প্রকাশিত হবে নিয়োগের বিজ্ঞপ্তি এবং শুরু হবে সাক্ষাৎকার প্রক্রিয়া।

এই ঘোষণার ফলে প্রায় তিন লক্ষ প্রার্থীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে ফলাফলের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা অবশেষে তাঁদের পরিশ্রমের ফল পেতে চলেছেন।

দুর্গাপুজোর ঠিক আগেই প্রকাশিত হতে চলা এই ফলাফল অনেকের জীবন বদলে দিতে পারে। রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পাওয়ার আশায় থাকা প্রার্থীদের জন্য এটি এক বড় সুযোগ। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়াও শুরু হলে রাজ্যের প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে।

ফলাফল প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাঁদের রোল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও, এসএমএস বা ই-মেইলের মাধ্যমেও পর্ষদের পক্ষ থেকে ফলাফলের তথ্য পাঠানো হতে পারে।

এই ঘোষণা রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি করেছে। অনেকের মতে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলে শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে এবং বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের জন্য পড়াশোনার মানও উন্নত হবে।

সব মিলিয়ে বলা যায়, পুজোর আগে প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট উৎসবের সমান। আজ বিকেলের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার পরীক্ষার্থী ও তাঁদের পরিবার। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, যা রাজ্যের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন