HomeWest BengalKolkata Cityলাল-গেরুয়া নয়, বাড়ির চাল হবে নীল-সাদা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাল-গেরুয়া নয়, বাড়ির চাল হবে নীল-সাদা, নির্দেশ মুখ্যমন্ত্রীর

- Advertisement -

উত্তরবঙ্গের বাড়ির চালের রং নিয়ে প্রশাসনকে নজর দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সম্প্রতি উত্তরবঙ্গের বাড়িগুলিতে লাল, গেরুয়া চাল হওয়ার জন্য নবান্নে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট জানান, রাজ্যের সরকারি রঙ নীল-সাদা। তা সত্বেও কেনই বা চালের রং লাল বা গেরুয়া হবে, প্রশ্ন তোলেন মমতা। পাশাপাশি জয়পুরের ‘পিঙ্ক সিটি’ নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জয়পুরের অধিকাংশ বাড়ির রং গোলাপি হলে উত্তরবঙ্গে কেন নীল-সাদা হবে না?  নীল সাদা রঙের বাড়ি করায়,  পুর কর ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছিল, তা সত্বেও কেন হচ্ছে না, এমনটা দাবি করার পাশাপাশি এই লাল-গেরুয়া রঙের টিন প্রস্তুতকারক সংস্থাগুলির ওপর বিশেষ নজর রাখার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

মেট্রো রেলের রং গেরুয়া করে দেওয়া নিয়েও আক্রোশ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সবকিছুর রং দলীয় রঙে হচ্ছে কেন ? মুখ্যমন্ত্রীর এই ‘রং বিপ্লব’ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার লোকসভা ভোটে উত্তরবঙ্গে বেশিরভাগ আসনেই বিজেপির প্রার্থী জয়ী হয়েছেন। তার ফলেই কি এই ক্ষোভ মুখ্যমন্ত্রীর, প্রশ্ন উঠছে রাজনীতির অলিন্দে। আর লাল রং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আপত্তি’ কারওরই অজানা নয়। সুতরাং ঘরের চালে লাল-গেরুয়া যে বদলাতে হবে, সেটাই স্বাভাবিক।

   

 বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বাম-বিজেপির মতো বিরোধীদল গুলি। কে কি খাবে ঠিক করে দিতে চায় বিজেপি,তেমনই কার বাড়ির কি রং হবে তাও  মুখ্যমন্ত্রীর ইচ্ছামতো হবে, এই সুরেই কটাক্ষ করে বাম নেতা সুজন চক্রবর্তী। 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular