পরপর ভোটে হোয়াইট ওয়াশ BJP, ‘হেরে গেলেও হারিয়ে যায়নি’, দাবি সুকান্তের

পরপর ভোটে ভরাডুবি, পর্যালোচনা বৈঠকে বসল বিজেপি (BJP)। প্রথমে লোকসভা তারপর বিধানসভা উপ নির্বাচনে বারবার হার হয়েছে বিজেপির। এদিকে বিজেপির অন্দরেই দলের কাজ নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। যদিও সংগঠনের কাজ নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন অর্জুন সিং থেকে শুরু করে সৌমিত্র খাঁ-রা। বৈঠকে যোগ দেওয়ার আগে অর্জুন সিংহ (Arjun Singh) বোমা ফাটান। তিনি বলেন, ‘বুথ লেভেলে বিজেপির কোনও সংগঠন নেই। সংগঠন উপর থেকে নিচু তলায় তৈরি হয় না, নিচু তলা থেকে উপরের দিকে তৈরি হয়। তা নেই বলেই আজ এই অবস্থা। আমাদের দায়িত্ব দিচ্ছে না দল। দায়িত্ব দিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।’

এদিকে আজ বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি।’ সংগঠন জোরদার করার বার্তা বিজেপির রাজ্য সভাপতির। সুকান্ত মজুমদার বলেন, ‘লোকসভা ভোটে প্রথমবার ৬৯টি পুরসভায় এগিয়ে রয়েছি। ১০ হাজারের কম ভোটে পিছিয়ে আছি ৪৯টি বিধানসভায়।’

   

রাজ্য সভাপতির দাবি, ‘২০২১ সালে বিজেপি ৭৭ই বিধানসভা আসনে জিতেছিল।’ ২৪-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের অনেক কারণ থাকলেও সাংগঠনিক দুর্বলতাকেই বড় করে দেখছেন গেরুয়া শিবিরের নেতারা। কোথাও যে গলদ আছে সেটা বারবারই স্বীকার করে নিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন