HomeLifestylehealthশতাধিক আয়ুর্বেদ চিকিৎসকের ডেপুটেশন! বেতন বৈষম্যে তীব্র ক্ষোভ

শতাধিক আয়ুর্বেদ চিকিৎসকের ডেপুটেশন! বেতন বৈষম্যে তীব্র ক্ষোভ

- Advertisement -

কলকাতা, ১লা ডিসেম্বর : রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে কর্মরত ৩০০-রও বেশি আয়ুর্বেদ কমিউনিটি(Ayurvedic CHO salary) হেলথ অফিসার (CHO) গত তিন বছর ধরে মাত্র ২০,০০০ টাকা মাসিক বেতনে পরিষেবা দিয়ে আসছেন। সুস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ হিসেবে তাঁরা নিয়মিত টেলিমেডিসিন পরিষেবা, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যপরিচর্যা, নিয়মিত টিকাকরণ করেন।

এছাড়াও উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসা, প্রাথমিক ল্যাব পরীক্ষা ও ফ্রি ওষুধ বিতরণ, সংক্রামক রোগের নজরদারি, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি পরামর্শ এবং প্রয়োজন হলে রোগীকে উচ্চতর কেন্দ্রে রেফারাল এই সবকিছুই নিয়মিতভাবে প্রদান করে থাকেন। পাশাপাশি এ এ এন এম, কমিউনিটি হেলথ এসিস্ট্যান্ট ও আশাকর্মীদের কর্মতৎপরতাও তাঁদেরই তত্ত্বাবধানে চলে।

   

অন্য রাজ্যে একই পদের বেতন প্রায় দ্বিগুণ এমনকি তারও বেশি হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে বেতন কাঠামো সংশোধনে সরকারের উদাসীনতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের প্রতিবেদন ও দাবি সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে মিলছে না কোনো কার্যকর পদক্ষেপ। এই পরিস্থিতিতে সংগঠনের উদ্যোগে সোমবার স্বাস্থ্য ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি, মিশন ডাইরেক্টর, ডি জি AYUSH এবং ডিরেক্টর অফ আয়ুর্বেদের কাছে ডেপুটেশন জমা দেন প্রায় শতাধিক চিকিৎসক।

সংগঠনের রাজ্য সভাপতি ডাঃ এন্টনি মল্লিক বলেন, “গত তিন বছর ধরে আমরা বারবার আমাদের ন্যায্য দাবির কথা জানিয়েছি। কিন্তু বেতন বৃদ্ধির বদলে আমাদের দিয়ে চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত রিপোর্টিং এর কাজ করানো হচ্ছে। এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। দ্রুত দাবি পূরণ না হলে শীঘ্রই রাজ্যজুড়ে কর্মবিরতি এবং স্বাস্থ্য ভবনের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসবো ।

অন্যদিকে সংগঠনের উত্তরবঙ্গ শাখার প্রতিনিধি ডাঃ বিশ্বজিৎ ঘোষ বলেন, মাননীয়া স্বাস্থ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যইঙ্গিত যার মাধ্যমে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ টেলিমেডিসিনে উন্নতমানের পরিষেবা পাচ্ছেন। যোগ্য মর্যাদা ও কাজের পরিবেশ নিশ্চিত করতে আয়ুর্বেদ চিকিৎসকদের প্রয়োজনে অন্য ক্যাডারে স্থানান্তরও বিষয়টি সরকার বিবেচনা করুক।

বারংবার আবেদন করা সত্বেও আমলাদের একাংশ আমাদের এই দাবি স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত তুলে ধরছেন না বলে আমার মনে হয়। চিকিৎসকদের দাবি, দ্রুত সুরাহা না হলে এর প্রভাব পড়তে পারে রাজ্যের জনস্বাস্থ্য পরিষেবার উপরও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার যতদিন উদাসীন থাকবে, আন্দোলনের তীব্রতা ততই বাড়তে থাকবে।

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular