বিধানসভা ভোট ২০২৬: লড়তে আগ্রহী দিলীপ-অর্জুন-লকেট

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Bengal Assembly Election)যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক চর্চা। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে জোর…

west-bengal-assembly-election-2026

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Bengal Assembly Election)যত এগিয়ে আসছে, ততই তুঙ্গে উঠছে রাজনৈতিক চর্চা। বিশেষ করে বিজেপির অন্দরে প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের পর থেকেই প্রার্থী তালিকা নিয়ে কাটছাঁটের ইঙ্গিত স্পষ্ট। এই আবহেই বিজেপির একাধিক পরিচিত মুখ ২০২৬-এর বিধানসভা ভোটে লড়তে আগ্রহ প্রকাশ করেছেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

Advertisements

সূত্রের খবর, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। বিজেপির একাংশের দাবি, দিলীপ ঘোষ খড়াপুর কেন্দ্র থেকে লড়তে চান। তবে ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সরানো হবে কি না, তা নিয়ে দলের অন্দরে মতভেদ রয়েছে।

   

‘পহেলগামে আক্রমণের কারণ কি কাশ্মীরে অনুপ্রবেশকারী?’, তোপ মমতার

অন্যদিকে, হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় আবার বিধানসভায় ফিরতে চান বলেই খবর। তবে তিনি হুগলির মধ্যে কোনও আসন নয়, বরং অন্য কোনও এলাকায় লড়তে ইচ্ছুক বলে জানা যাচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নতুন করে অঞ্চলভিত্তিক সমীকরণ মেলাতে চাইছে বলেই এমন ভাবনা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

বিধানসভা নির্বাচন ঘিরে দক্ষিণবঙ্গের একাধিক আসনেও সম্ভাব্য নতুন মুখের নাম উঠে আসছে। বাগদা কেন্দ্রে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর প্রাক্তন আপ্তসহায়ক গোপাল গয়ালির নাম নিয়ে আলোচনা চলছে। হলদিয়ায় রাজ্য বিজেপির তথ্য-প্রযুক্তি শাখার ইনচার্জ জয় মল্লিককে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। পাশাপাশি, একাধিকবার পরাজয়ের পরে জগদ্দল এবং শান্তিপুর কেন্দ্রেও নতুন মুখ আনার ভাবনা রয়েছে।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়াতেও প্রার্থী বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের দাবি, বর্তমান বিধায়ক অর্জুন সিংয়ের জায়গায় তাঁর বাবা প্রার্থী হতে পারেন। সে ক্ষেত্রে অর্জুন সিংকে শিল্পাঞ্চলের কোনও অন্য কেন্দ্র থেকে লড়তে হতে পারে বলেও জল্পনা চলছে।

উত্তর কলকাতার একাধিক আসন নিয়েও চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, তাপস রায় উত্তর কলকাতার কোনও কেন্দ্র থেকে, বরানগরে সজল ঘোষ এবং ব্যারাকপুরে কৌস্তভ বাগচী প্রার্থী হতে পারেন। এই সমস্ত নামকরণ বিজেপির অন্দরে এখনও চূড়ান্ত না হলেও, সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে ধীরে ধীরে সম্ভাব্য প্রার্থী তালিকা সাজানো হচ্ছে।

এ দিকে, রাজ্য বিজেপির এক সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের কোনও ‘নিরাপদ আসন’ থেকে লড়তে পারেন বলেও গুঞ্জন রয়েছে। তবে সেই আসনের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে পরিচিত। ফলে সেখানে প্রার্থী বদল কতটা বাস্তবসম্মত, তা নিয়েও দলের ভিতরে আলোচনা চলছে।

বিজেপির এক শীর্ষ নেতা স্বীকার করেছেন, “২০২১ সালের তুলনায় এ বার পরিস্থিতি অনেক কঠিন। তাই নির্দিষ্ট সমীক্ষা এবং মাঠপর্যায়ের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর সুফল বিজেপি পাবে বলেই আমরা আশাবাদী।”

সব মিলিয়ে, ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যে এবার অনেক বেশি হিসেবি ও কৌশলী পথে হাঁটতে চলেছে, তা স্পষ্ট। দিলীপ-অর্জুন-লকেটদের আগ্রহ সেই চর্চাকে আরও উসকে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisements