HomeWest BengalKolkata Cityবৃহস্পতিবার থেকে ঝেঁপে আসছে বৃষ্টি...উত্তরেও ভারী বর্ষণ অব্যাহত

বৃহস্পতিবার থেকে ঝেঁপে আসছে বৃষ্টি…উত্তরেও ভারী বর্ষণ অব্যাহত

- Advertisement -

কলকাতাঃ  চলতি সপ্তাহেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আগামী বৃহস্পতিবার, শুক্রবার ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল তথা হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এছাড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তবে আগামী দু-এক দিন গরম বজায় থাকবে বলেই জানা গিয়েছে। ১১-১৮ জুলাই ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর থেকে নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে। মৌসুমী অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে শুরু হয়ে বাংলার আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও বর্ষার বৃষ্টিপাত হবে।

   

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা অতিরিক্ত থাকায় গরম থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এদিন ১৩ কিমি প্রতি ঘন্টায় হাওয়া বইবে। উত্তরবঙ্গে পরিস্থিতি উল্টো। সেখানে গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে।

আগামী কয়েক দিনেও উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। তিস্তা-সহ একাধিক নদী বিপদসীমা ছুঁইছুঁই করছে। প্রবল বর্ষণে বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলাগুলি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular