Weather: মাসের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়ার মতিগতি? জেনে নিন খুঁটিনাটি

rain girl

৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে কলকাতার তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা গত ৫০ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও শনিবার থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। এরপর রবিবার থেকে শুরু হবে ঝেঁপে বৃষ্টি বলে খবর। যদিও রবিবার আসতে বেশ কয়েকদিন বাকি, তার আগে আজ বুধবার বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে জানেন?

আলিপুর জানিয়েছে, আগামী ৩ মে অবধি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করবে। এই জেলাগুলিতে রেড অ্যালার্ট আজও জারি থাকবে। প্রখর রোদের দাপটে সকলের হাল এমনিতেই বেহাল হয়ে রয়েছে। আগামী ৩ মে অবধি সকলকে সতর্ক থাকতে পরামর্শ জারি করেছে হাওয়া অফিস। যত বেলা বাড়বে ততই লু-এর মতো পরিস্থিতি তৈরি হবে বাংলায় বলে খবর।

   

এবার আসা যাক উত্তরবঙ্গের প্রসঙ্গে। আজ বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কাঁপানো বৃষ্টি নামবে বলে পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। জানা গিয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দোসর হবে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া। আগামীকাল বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন