Weather update: দিনভর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

News Desk: আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা হয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টির উল্টো দিকে লুকিয়ে রয়েছে শীতের হাওয়া তা স্পষ্ট। অনেকটা কমে গিয়েছে…

kolkata city

News Desk: আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা হয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টির উল্টো দিকে লুকিয়ে রয়েছে শীতের হাওয়া তা স্পষ্ট। অনেকটা কমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।

Advertisements

সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৪, সর্বনিম্ন ৬৪ শতাংশ। রবিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার মতো কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও।

Advertisements

গত সপ্তাহেবুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে বেড়ে প্রায় কুড়ির কাছাকাছি চলে আসে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী ২৪ ঘন্টায় তা ৩০ থেমে ৩১এর আশেপাশেই ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

kolkata-city

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। গতকাল শহরের তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন অর্থাৎ রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পারদ ওঠা নামা করছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রির আশেপাশে। একটি নিম্নচাপ রয়েছে। তার জন্য পারদ কিছুটা বাড়তে পারে পরে তা আবারও নামবে। তবে এখনই জাঁকিয়ে শীত নয় বলে স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

<

p style=”text-align: justify;”>আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ‘পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হচ্চে। প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা এবং মেদিনীপুরের কিছু অংশ। এখানে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলায় বজায় থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। সেখানে শীত বাড়বে”। আজ কলকাতা ও অন্যান্য জেলায় বেশি বৃষ্টি হতে পারে।