Weather: ভারী বৃষ্টির জেরে উত্তরে কমলা সতর্কতা জারি

ঘূর্ণিঝড় ‘অশনি’র হাত ধরে এবার সময়ের আগেই বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও আন্দামান, কেরালার সময় বলা হলেও রাজ্যে কবে বর্ষা ঢুকবে সে বিষয়ে কিছু জানায়নি হাওয়া অফিস।

Advertisements

এদিকে সকাল থেকেই আকাশের মুখ ভার।উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হওয়া অফিসের তরফ থেকে কমলা সতর্কতা অবধি জারি করা হয়েছে। সেইসঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গেও চলবে বৃষ্টি। দোসর হবে ঝোড়ো হাওয়াও। শুক্রবার রাতে কালবৈশাখী ও হালকা বৃষ্টির পর ফের কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মানুষ।

Advertisements

যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে দমকা হাওয়া বজায় থাকবে। 

 

সেইসঙ্গে আগামী ২৪ ঘন্টায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে।