weather update: রবিতে নিম্নচাপ রানার নিয়ে শ্রাবণের ঝোড়ো ব্যাটিং শুরু

রবিবার সকালে ফিরে এসেছে শ্রাবণের রূপ। আকাশ ঢেকেছে কালো মেঘে। তবে নিজের জোরে নয়। বর্ষার ভরসা নিম্নচাপ।  নিম্নচাপের প্রভাবে একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফ (weather update) থেকে জানানো হচ্ছে যে, রবিবার দিনভর বৃষ্টি হতে পারে। ভিজবে কলকাতা।

Advertisements

যদিও সোমবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বলে খবর। জানা গিয়েছে, রবিবার থেকেই নিম্নচাপের জেরে রাজ্যে বৃষ্টিপাত বাড়তে চলেছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তই শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপের জেরেই রবিবার থেকে রাজ্যে হবে বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

   

তাপমাত্রাতেও অনেক হেরফের বোঝা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Advertisements

অন্যদিকে শনিবার রাত থেকেই ঝোড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং,পিংলায়। আজ সকালেও একই ছবি। দমকা ঝোড়ো হাওয়া সাথে দফায় দফায় বৃষ্টি। মাঠে জল ভরে গিয়েছে।