HomeWest BengalKolkata CityWeather: ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া, অকাল বৃষ্টিতে ভিজবে রাজ্য

Weather: ক্রমশ বদলাচ্ছে আবহাওয়া, অকাল বৃষ্টিতে ভিজবে রাজ্য

- Advertisement -

শীত ধীরে ধীরে বিদায় নিলেও এখনই রেহাই মিলছে না বৃষ্টির হাত থেকে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে রবিবার ও সোমবার বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টিতে ভাসবে হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলা।

এদিকে শনিবার কিছুটা তাপমাত্রা কমল রাজ্যে। জানা গিয়েছে, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে, ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া। কোথাও আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া শুরু হবে ফের। পরিষ্কার হবে আকাশও। যদিও বৃষ্টি হলেও নতুন করে তাপমাত্রা নামার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

   

অন্যদিকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দেশের আরও কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। আইএমডি আবহাওয়ার পরিবর্তনকে একটি ঘূর্ণাবর্ত এবং একটি পশ্চিমী ঝঞ্ঝার জন্য দায়ী করেছে।
আগামী ২ দিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোটামুটি ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমান কমবে। ১৯ ফেব্রুয়ারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া ১৯ থেকে ২২ তারিখ ের মধ্যে অরুণাচল প্রদেশে এবং ২০ ও ২১ শে ফেব্রুয়ারী আসাম-মেঘালয় এবং নাগাল্যান্ড-মণিপুর-মিজোরাম-ত্রিপুরায় বিক্ষিপ্ত থেকে হালকা / মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ-সিকিম অঞ্চলে আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত ও হালকা বৃষ্টিপাত হবে, এবং ওড়িশায় ২০ ফেব্রুয়ারি বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা প্রকাশ ভারতীয় আবহাওয়া বিভাগের।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular