Advertisements

বর্ষার বৃষ্টি নেই, শ্রাবণে জলের ঘাটতি মেটাবে নিম্নচাপ

নিম্নচাপের প্রভাব কেটে গেলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দুদিন হাল্কা থেকে মাঝারী বৃষ্টি চলবে। এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। হাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে খানিকটা হলেও স্বস্তি পেতে পারে চাষিরা।

Advertisements

এই নিম্নচাপটির ফলে আগামী ১৩ থেকে ১৫ অগস্ট উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। ১৪ তারিখ ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনায়। ভারী বৃষ্টি হবে কলকাতাতেও। ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে একাধিক জায়গায়। তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তাল সমুদ্র। নতুন করে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সেইসঙ্গে পর্যটকদের সমুদ্রে স্নান করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রশাসনের তরফে। চলছে মাইকিং। সমুদ্র উপকূলবর্তী এলাকা যেমন দিঘা, মন্দারমনি, গঙ্গাসাগরে মাইকে করে চলছে প্রচার।

Advertisements
Advertisements