HomeWest BengalKolkata Cityফের নিম্নচাপের ভ্রুকুটি, মাটি হয়ে যেতে পারে পুজোর শপিং!

ফের নিম্নচাপের ভ্রুকুটি, মাটি হয়ে যেতে পারে পুজোর শপিং!

- Advertisement -

সকাল থেকে আকাশের মুখ ভার৷ কলকতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝমঝমিয়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি৷ ভাসছে বাংলা৷ জলমগ্ন খানাকুল, উদয়নারায়ণপুর, ঘাটাল৷ বিঘার পর বিঘা জমি এখনও জলের তলায়৷ বন্যা(weather update )পরিস্থিতি নিয়ে  কেন্দ্রকে দুষেছে রাজ্য৷ এরই মধ্যে সামনেই দুর্গা পুজো৷ আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা৷ স্বাভাবিকভাবেই এই কয়েকটা দিন পুজোর শপিং হাতছাড়া করতে চাইছে না আমজনতা৷ বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় কেনাকটি করতে বেরিয়ে পরেছেন সাধারণা মানুষ৷

হাওয়া অফিসের খবর অনুযায়ী, এরই মাঝে ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ড, জানাল হাওয়া অফিস। এই খবরে স্বাভাবিকভাবেই মুখ ভার সকলের। তাই কেনাকাটি যাতে ভেস্তে না যায়৷ তাই সকলের মনে একটাই প্রশ্ন কবে থেকে উন্নতি হবে আবহাওয়ার?

   

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি। আজ,বুধবার ও আগামিকাল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া সহ মুর্শিদাবাদ৷ বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।

দক্ষিণের পাশাপাশি বুধবারও উত্তরবঙ্গের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে৷

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular