Weather: বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাত, এই কয় জেলায় জারি সতর্কবার্তা

Bay of Bengal Weather

Weather: আকাশের মেজাজ ভার। রাজ্য জুড়ে গত রাতেও চলেছে প্রবল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা ধরে গোটা রাজ্য জুড়ে চলবে বৃষ্টিপাত।

Advertisements

উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা। রবিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। যার জেরে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

তবে একটু স্বস্তি যেন দক্ষিণবঙ্গ জুড়ে। এখানে বৃষ্টির পরিমাণ কমবে। তবে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা শহর ও শহরতলির জেলাগুলি। এরসঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলিতে।

Advertisements

গতকাল অর্থাৎ শনিবার কলকাতা ও তার পাশের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। তবে আজ নেই কোনও সতর্কতা। উত্তরবঙ্গে ভারী হলেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বগামী। বাতাসে আদ্রতা থাকায় মিলবে অস্বস্তি।

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা পটনা, গোরক্ষপুর, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, দিঘার উপর দিয়ে বঙ্গোপসগার পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এক ঘূর্ণাবর্ত। এরফলে হতে পারে তুমুল বৃষ্টিপাত।