HomeWest BengalKolkata CityWeather: একাধিক নদী ফুঁসছে, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

Weather: একাধিক নদী ফুঁসছে, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

- Advertisement -

Weather: বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টিপাত বেশি হবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ৷ শনিবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর । ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

শনিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির পূর্বাভাস পার্বত্য জেলাগুলিতে।বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুষ্পষ্ট নিম্নচাপ ধীরগতিতে এগিয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল উত্তর ছত্তিশগড় সংলগ্ন এলাকায়। সেখান থেকে ফের ইউ-টার্ন নিম্নচাপের। আগামী তিন-চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাতের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে।

   

দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির সতর্কতা। উপকূলে ও পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার থেকে হাওয়া বদল।বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে।

শুক্রবারে ও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার কিছুটা উন্নতি শনিবার সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির সতর্কতা। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular