Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata Cityসকাল সকাল ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া

সকাল সকাল ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া

বর্ষা এসে গিয়েছে বেশ কিছুদিন হল। সেই কারণেই পশ্চিমবঙ্গের আবহাওয়ায় (Weather Report) বিশেষ পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তবে সমগ্র রাজ্যজুড়ে উষ্ণ-আর্দ্র আবহাওয়া (Weather Report) বিরাজ করছে। কিন্তু এখনও সেভাবে লাগাতার ভারী বৃষ্টির সম্মুখীন হয়নি শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতর (Weather Report) জানাচ্ছে, মঙ্গলবার কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Advertisements

মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কিন্তু আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গত কয়েক দিনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় একটানা ভারী বৃষ্টি হচ্ছে। যার ফলে কিছু স্থানে ধস, বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। তবে আপাতত পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গেও বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে দক্ষিণবঙ্গে আবার বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি/বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩˚C এবং ২৭˚C-র কাছাকাছি হতে পারে৷

এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ