বইবে ৪০-৫০ কিমি বেগে হাওয়া, ১০ জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

rain fall hits in bengal

ঠাণ্ডা আবহাওয়া অতীত, ফের একবার জ্বালাপোড়া গরমের স্বাক্ষী থাকতে চলেছেন বাংলার মানুষ। দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম পিছু ছাড়বে না। আজ বুধবার সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া (Weather) কেমন থাকবে জানেন? বাড়ি থেকে বেরোনর আগে জেনে নিন আবহাওয়ার মতিগতি সম্পর্কে।

হাওয়া অফিসের তরফে জানা যাচ্ছে, আগামী সাত দিনে বেশ কিছু জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি সহ সমগ্র দক্ষিণবঙ্গে ভীষণ কষ্টকর ঘর্মাক্ত জ্বালাময় ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। সেইসঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৯° সেলসিয়াসের আশেপাশে থাকবে। সেইসঙ্গে দিনরাত অস্বস্তিকর গরম অনুভব হবে । তবে স্থান বিশেষে প্রাক বর্ষা মৌসুমের কারণে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। অনেকে ইতিমধ্যে বলতেও শুরু করে দিয়েছেন যে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এসে আরও গরম বাড়িয়ে দিয়ে গেলো। যাইহোক, আজ বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ও নদিয়া জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

   

শহর কলকাতা নিয়েও বড়সড় পূর্বাভাস দিয়েছে আলিপুর। জানা গিয়েছে, বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সেইসঙ্গে আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গের কথা বললে, আজ ও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের মূলত তিন জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, মালদহ ও দুই দিনাজপুরের ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা।  

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন