Sunday, December 7, 2025
HomeWest BengalKolkata Cityসপ্তাহের দ্বিতীয় দিনে বাংলার ৫ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, চরম সতর্কতা জারি

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলার ৫ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, চরম সতর্কতা জারি

- Advertisement -

দফায় দফায় যেন নিজের রঙ বদলাচ্ছে আবহাওয়া (Weather)। এই কখনও রোদ তো আবার এই কখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে সর্বত্র। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ তো রয়েইছেই। এক কথায় একের পর এক নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্তের কারণে দফারফা হয়ে গিয়েছে বাংলার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তো ছিলই, আর সেই পূর্বাভাসকে সত্যি করে আজ মঙ্গলবার সকাল ৯টার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall) নামল কলকাতা সহ বিভিন্ন জেলায়। তবে আগামী কয়েক ঘণ্টায় আরও ব্যাপক বৃষ্টি হবে বলে বুলেটিন জারি করে জানিয়ে দিল হাওয়া অফিস।

মৌসম ভবনের পূর্বাভাসে বলা হয়েছে, ৯ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয় পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয়ের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ৯ অগাস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

   

Image

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায়। তবে ভারী বৃষ্টির জন্য চরম সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।

অন্যদিকে আজ উত্তরবঙ্গের উপরিভাগের দুই জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং জেলায় অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার।

সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যের অন্য যে জায়গাগুলিতে ভাল বৃষ্টি হয়েছে সল্টলেক (৪১ মিমি), বর্ধমান (৩৯ মিমি) এবং দার্জিলিং (১৪ মিলিমিটার)।

 

 

 

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular