Weather: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে অস্বস্তির গরম

weather

Weather: দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ। বজ্র বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, জানিয়েছে আবহাওয়া দফতর ৷

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা।

   

পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। কলকাতায় মেঘলা আকাশ। দুই-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

কলকাতা শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.১ মিলি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন