Home West Bengal Kolkata City শিক্ষামন্ত্রীর বার্তায় নিয়োগ প্রক্রিয়ায় নতুন আশা চাকরিপ্রার্থীদের

শিক্ষামন্ত্রীর বার্তায় নিয়োগ প্রক্রিয়ায় নতুন আশা চাকরিপ্রার্থীদের

West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process
West Bengal Recommends Overhaul of Primary Teacher Appointment Process

কলকাতা: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় অগ্রগতি করল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। কমিশন বৃহস্পতিবার প্রকাশ করেছে ইন্টারভিউ-যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা, যেখানে উল্লেখ করা হয়েছে কোন কোন প্রার্থী নথি যাচাই ও সাক্ষাৎকারপর্বে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বহু মাসের অপেক্ষা শেষে এই তালিকা প্রকাশ হওয়ায় চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

Advertisements

কমিশন জানিয়েছে, মোট ২০ হাজারেরও বেশি প্রার্থীকে ডাকা হবে নথি যাচাই এবং সাক্ষাৎকারের জন্য। কমিশনের সরকারি ওয়েবসাইটে রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের যোগ্যতার তথ্য দেখতে পারবেন আবেদনকারীরা। পাশাপাশি শীঘ্রই প্রকাশ পাবে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ তালিকাও।

   

কমিশন সূত্রে জানা যায়, প্রতি ১০০টি শূন্যপদের জন্য ১৬০ জন প্রার্থীকে সাক্ষাৎকারে ডাকা হচ্ছে, যাতে মেধা যাচাই আরও বেশি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হয়। এই কারণে প্রায় ২০ হাজার প্রার্থীকে আগামী দিনগুলিতে নথিসহ নির্ধারিত কেন্দ্রে হাজির হতে হবে।

নথি যাচাই শুরু হবে ১৮ নভেম্বর ২০২৫ থেকে, যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি প্রার্থীর জন্য নির্দিষ্ট তারিখ ও সময় রাখা হয়েছে, যা কমিশনের পোর্টালে দেওয়া আছে। প্রার্থীদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন স্লিপ, মার্কশিট, সার্টিফিকেট, জন্মতারিখের প্রমাণ, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) এবং শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট সঙ্গে রাখতেই হবে।

এর আগে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ৪৭৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। মোট ৩৫টি বিষয়ের ওপর ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ২,৪৬,৫৪৩ জন, যাদের মধ্যে ৩,১২০ জন ছিলেন বিশেষভাবে সক্ষম। শেষ পর্যন্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন ২,২৯,৬০৬ জন।

৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে শুরু হয় মেধাতালিকা প্রস্তুতির কাজ। সেই ধারাবাহিকতাতেই এবার প্রকাশিত হল ইন্টারভিউয়ের প্রথম পর্যায়ের তালিকা।

এই ঘোষণা সামনে আসতেই নিজের ‘এক্স’ হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ তাদের ওয়েবসাইটে একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের বিস্তৃত তথ্যসম্বলিত সাক্ষাৎকার-যোগ্য প্রার্থীদের এক প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। উক্ত প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামী ১৮ই নভেম্বর, ২০২৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সূচিত হতে চলেছে—যা আমাদের অভিভাবক, মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করার আমাদের অঙ্গীকারের স্বচ্ছ, সুদৃঢ় ও দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাই চাকরিপ্রার্থীদের প্রতি আমাদের আন্তরিক বার্তা—ভরসা রাখুন, ভরসা থাকুক।”

শিক্ষামন্ত্রীর এই বার্তা চাকরিপ্রার্থীদের কাছে আরও আশার আলো জাগিয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বিলম্বিত থাকায় অনেকেই হতাশ ছিলেন। এবার কমিশন ও শিক্ষা দফতর দু’পক্ষই জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই ইন্টারভিউ, নথি যাচাই এবং চূড়ান্ত নিয়োগ সম্পন্ন করা হবে।

রাজ্যের বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি প্রস্তুত করতে শুরু করেছেন। অনেকের মতে, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগোলে রাজ্যের উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকসংকট অনেকটাই দূর হবে।

কমিশনের তরফে জানানো হয়েছে সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান খুব শিগগিরই প্রকাশিত হবে। একইসঙ্গে বিষয়ভিত্তিক শূন্যপদ ও চূড়ান্ত র‌্যাঙ্কিং নিয়েও বিশদ তথ্য প্রকাশ করা হবে।

Advertisements