HomeWest BengalKolkata Cityঅগস্টে এ রাজ্যের সরকারি কর্মীদের দারুন মজা, টানা দু'দফায় লম্বা ছুটির স্বাদ

অগস্টে এ রাজ্যের সরকারি কর্মীদের দারুন মজা, টানা দু’দফায় লম্বা ছুটির স্বাদ

- Advertisement -

অগস্টে রাজ্য সরকারি কর্মীদের জন্য পোয়া-বারো। দু’দফায় টানা ছুটি রয়েছে। ফলে এখন থেকেই পরিকল্পনা করলে ছুটি কাটাতে পারবেন মজা করে। পরিবার নিয়ে চলে যেতে পারেন ছোট ট্রিপে।

সরকারি তালিকা অনুসারে, ১৫ অগস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের মতো বাংলাতেও ছুটি থাকবে। এরপর ১৭ এবং ১৮ অগস্ট শনি ও রবি থাকায় এমনিতেই ছুটি। এরপর ১৯ অগস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য রাজ্যের সব সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি। ফলে রাখির ছুটি সঙ্গে যোগ করলে পরপর টানা তিনদিন ছুটি পাওয়া যাবে। তার আগে শুক্রবার (১৬ অগাস্ট) ছুটি নিলেই একলপ্তে মিলবে পাঁচ দিনের ছুটি।

   

২৬ অগস্ট সোমবার জন্মাষ্টমী উপলক্ষে ছুটি। ফলে এর আগের ২৪ এবং ২৫ অগস্ট শনি-রবিবার। ফলে সাপ্তাহিক ছুটি রাজ্যের সরকারি কর্মীদের। এই ক্ষেত্রেও টানা শনি, রবি ও সোমবার ছুটি কাটানোর সুযোগ রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে দেখা যাচ্ছে অগস্ট মাসে দু’দফায় টানা ছুটির সুযোগ রয়েছে।

অগস্ট মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্কও। রবিবার ও সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং আঞ্চলিক ও রাজ্যের নির্দিষ্ট ছুটি সহ অগস্ট মাসে দেশ জুড়ে মোট ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই আবহে ১০, ১১, ১৮, ২৪ এবং ২৫ অগস্ট ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য সুখবর, হেলথ স্কিম নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

এদিকে কেরপুজোর কারণে ৩ অগস্ট (শনিবার) আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার টেন্ডং লো রাম ফাতের কারণে ৮ অগস্ট (বৃহস্পতিবার) গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ। আর প্যাট্রিয়টস ডে’র কারণে ১৩ অগস্ট (মঙ্গলবার) ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীর জন্য ১৯ অগস্ট আগরতলা, আমদাবাদ, ভুবনেশ্বর, দেরাদুন, জয়পুর, কানপুর, লখনউ এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে ওইদিন কলকাতা সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকবে।

শ্রীনারায়ণ গুরুজয়ন্তীর কারণে ২০ অগস্ট (মঙ্গলবার) তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। জন্মাষ্টমীর কারণে ২৬ অগস্ট (সোমবার) আমদাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular