Tuesday, October 14, 2025
HomeWest BengalKolkata Cityঅনশনের ৪ দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের

অনশনের ৪ দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের

আজ জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের প্রায় ৪ দিন। ৪ দিনের মাথায় আজ অনশনরত জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল সরকার। জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়ে আহ্বান মুখ্য সচিবের।

- Advertisement -

আজ বুধবার ষষ্ঠীর সন্ধ্যায় মুখ্য সচিবের তরফ থেকে চিঠি যায় জুনিয়র ডাক্তারদের কাছে। রাজ্যের মুখ্য সচিবের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের বৈঠকে বসার আহ্বান জানানো হয়। মুখ্যসচিবের ডাকে সারা দিয়ে স্বাস্থ্যভবনের যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। জানা গিয়েছে, সল্টলেক স্বাস্থ্য ভবনে আজ সন্ধ্যা ৭:৪৫ মিনিটে রাজ্য টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে আলোচনা করার জন্য ডাক দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

- Advertisement -

৮ থেকে ১০ জন জুনিয়র চিকিৎসককে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি যে টাস্ক ফোর্স তৈরি হয়েছে তার চেয়ারম্যান মুখ্য সচিব মনোজ পন্ত। সন্ধ্যা ৬:৩০ টা নাগাদ মেল মেইল করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে।

রাজ্যজুড়ে চলছে পুজো। তারই মাঝে চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ। আজ ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের তরফে দেবাশিস হালদার বলেন, “এখানে যে ৭ জন সহ যোদ্ধা, আমাদের সহকর্মী, আমরণ অনশনে বসেছেন, ৭২ ঘণ্টা পেরিয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। রক্তের শর্করার মাত্রা কমছে। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে আমরাও উদ্বিগ্ন। তাঁরা মানসিকভাবে এখনও যথেষ্ট দৃঢ় রয়েছেন। মানসিকভাবে যথেষ্ট শক্ত জায়গায় রয়েছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছি।”

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) রাজ্যের মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করেন। মুখ্যসচিব বলেন যে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় ছিল, তা পুরোপুরি না হলেও, প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। মুখ্যসচিবের বলেন, “আপনারা এবার কাজে ফিরে আসুন। আপনারাও দেখতে পাচ্ছেন, কাজ সব জায়গায় হচ্ছে। তাহলে এখানে দ্বিমতের অবকাশ নেই।”

এরপর মুখ্যসচিবের এই বক্তব্যের পাল্টা জুনিয়র ডাক্তাররা বলেন, ‘আমরা যখন আগে মিটিং করেছিলাম, চিফ সেক্রেটারি স্যারের সঙ্গে, উনি তো সেইসময় বলেছিলেন, যে আমরা সব দাবি মানছি, কিন্তু যখন লিখিত দেওয়ার কথা চলে এসেছিল, তখন তাঁরা ফিরিয়ে দিয়েছিল। আমরা গ্রাউন্ড লেভেলে এখনও দেখতে পাচ্ছি, কটা কী কাজ হয়েছে ! আমাদের দাবি অভয়ার মতো আর ঘটনা হতে দেব না।” এরপরই আজ আলোচনার আহ্বান করে মুখ্য সচিবের মেল ডাক্তারদেরকে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ