পশ্চিমী ঝঞ্ঝায় শীতের আমেজ ফিকে, সরস্বতী পুজোয় বাড়বে তাপমাত্রা

কলকাতা: জানুয়ারির শেষ লগ্নে দাঁড়িয়ে রাজ্যজুড়ে শীতের আমেজ অনেকটাই ফিকে (West Bengal Weather Update)। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কার্যত থমকে গিয়েছে উত্তুরে হাওয়ার…

west-bengal-weather-today-3-january-2026

কলকাতা: জানুয়ারির শেষ লগ্নে দাঁড়িয়ে রাজ্যজুড়ে শীতের আমেজ অনেকটাই ফিকে (West Bengal Weather Update)। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কার্যত থমকে গিয়েছে উত্তুরে হাওয়ার গতি। ফলে দক্ষিণবঙ্গ থেকে উধাও শীতের দাপুটে ইনিংস। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন রাজ্যের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দিনের বেলায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও, সকাল ও সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হতে পারে। তবে কনকনে শীত বা তীব্র ঠান্ডার কোনও সম্ভাবনা আপাতত নেই।

   

বিশেষ করে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গে উষ্ণতার ছোঁয়া আরও স্পষ্ট হবে। আবহাওয়াবিদদের মতে, এই সময়ে বসন্তের আবহই বেশি অনুভূত হবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে পারছে না। অন্যদিকে, পূবালী বাতাসের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। এর ফলেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে তা স্থায়ী হবে না।

উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেখানে এখনও শীতের অনুভূতি বজায় থাকলেও, নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে পূর্বাভাস।

পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এখানেও শীতের দাপট আর বাড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবারের পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে।

Advertisements