দুপুর তিনটে পর্যন্ত ভোট শতাংশের হার সারা দেশে এগিয়ে বাংলা, জেনে নিন তথ্য

লোকসভা ভোটের চতুর্থ পর্বে সারা দেশে ৯৬ আসনে ভোট হচ্ছে। এই রাজ্যে ৮ আসনে ভোট গ্রহণ চলছে আজ সকাল থেকে। তবে সকাল থেকেই বিভিন্ন জায়গায়…

Voter List

লোকসভা ভোটের চতুর্থ পর্বে সারা দেশে ৯৬ আসনে ভোট হচ্ছে। এই রাজ্যে ৮ আসনে ভোট গ্রহণ চলছে আজ সকাল থেকে। তবে সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশনে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এখনও পর্যন্ত সেই অভিযোগের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।

Advertisements

তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে চতুর্থ দফা ভোটে বিকেল ৩টে পর্যন্ত দেশে ৫২.৬০ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৬৬.০৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৫৯.৬৩ শতাংশ এবং অন্ধ্র প্রদেশ ৫৫.৪৯ শতাংশ। বহরমপুরে ভোট পড়ল ৬৫.৫৭ শতাংশ, কৃষ্ণনগরে ৬৬.৩৭ শতাংশ, রানাঘাটে৬৬.১৮ শতাংশ, বর্ধমান পূর্ব কেন্দ্রে ৬৭.৮৩ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৬৭.৯২ শতাংশ, আসানসোলে ৬০.২৬ শতাংশ, বোলপুরে ৬৯.০৮ শতাংশ এবং বীরভূমে ভোট পড়েছে ৬৪.৯৮ শতাংশ।

Advertisements

আপাতত ভোট শতাংশের হারে এগিয়ে রয়েছে রয়েছে বাংলা। ৯৬টি লোকসভা কেন্দ্রে মোট ১৭কোটি ৭০ লক্ষ ভোটার (৮ কোটি ৯৭ লক্ষ পুরুষ এবং ৮ কোটি ৭৩ লক্ষ মহিলা) প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দেশে মোট ১ কোটি ৯২ লক্ষ ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটের দায়িত্বে থাকছেন ১৯ লক্ষেরও বেশি আধিকারিক এবং ভোটকর্মী।