আতঙ্কপুরী যেন নালমুড়ি! ভোটকেন্দ্রের কাছে গেলেই জুটছে বিশেষ উপহার

nalmuri

লোকসভা ভোটের সপ্তমদফা ভোটের দিন একের পর এক অশান্তির খবর আসতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। নির্বাচন কমিশনে জমেছে অভিযোগের পাহাড়। তবে এইসবের মধ্যে সবচেয়ে বেশী অভিযোগ পাওয়া গিয়েছে ভাঙড় থেকে। উল্লেখ্য ভাঙর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ভোটের আগের দিন থেকেই বিভিন্ন অশান্তির খবর পাওয়া গিয়েছে।শুধু তাই নয় ভোটের দিন সকালে এই ভাঙরে আক্রান্ত হয়েছে খোদ পুলিশ।

ভোটের দিন সকাল থেকেই থমথমে ভাঙরের নালমুড়ি। ভোটের দিন সকালেই সাহস করে যাঁরা বুথে গিয়েছিলেন,ফিরেছেন মার খেয়ে। তারপর থেকে ২০০ মিটার দূরের বুথেও কাউকে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ভাঙড়ের নলমুড়িতে ভোটের সকালে আতঙ্ক-এর পরিবেশ। জানা গিয়েছে, পুরুষ-মহিলা নির্বিশেষে একাধিক বাসিন্দার অভিযোগ, এত মারধর করা হয়েছে যে ভয়ে আর তাঁরা ভোটই দিতে যেতে পারেননি। অভিযোগের তির তৃণমূলের দিকে। মাত্র ২০০ মিটার দূরে বুথ,রয়েছে পুলিশও।

   

এক মহিলা বললেন,’কী করে যাব? গেলেই মারধর করছে। মাথা ফাটিয়ে দিচ্ছে।’ সিপিএমের এজেন্ট হিসেবে যিনি বুথে গিয়েছিলেন, তাঁর অভিযোগ, বাহিনী-পুলিশ মিলে বের করে নিয়ে এসে মার খাইয়েছে। বস্তুত, শুরু থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। বাসিন্দাদের একাংশের খেদ, ‘এজেন্টরা যাঁরা গিয়েছিলেন, তাঁদের অর্ধেক খুনই করে ফেলা হয়েছে। এসএসকেএমে ভর্তি রয়েছেন তাঁরা।’ সিপিএমের এজেন্টের আইডি-কার্ডও কেড়ে নেওয়া হয়েছে বলে খবর। এতেই শেষ নয়। অভিযোগ, ওই আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তা নিজেরা ব্যবহার করে ভোটদানের চেষ্টা করছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন