HomeBharatLoksabha election 2024:৪ লক্ষেরও বেশি ভোটারের হাতে নেই সচিত্র পরিচয়পত্র

Loksabha election 2024:৪ লক্ষেরও বেশি ভোটারের হাতে নেই সচিত্র পরিচয়পত্র

- Advertisement -

১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট।রাজ্যে এবার নতুন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩০ হাজার ৯৯৮। তাও এখনও পর্যন্ত রাজ্যের ৪ লক্ষ ২২ হাজার ৭৭১ জনের কাছে নতুন ভোটার কার্ড পৌঁছয়নি। কমিশন সূত্রে জানা গিয়েছে,৫২ হাজার ৮৫২ জনের সচিত্র পরিচয়পত্র ডাকে পাঠানো হলেও এখনও হাতে পাননি সেই পরিচয় পত্র ভোটাররা । জানা গিয়েছে,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত সচিত্র ভোটার পরিচয়পত্র না পাওয়ার সংখ্যা সবচেয়ে বেশি।নতুন ভোটার কার্ড সময়মতো হাতে না পাওয়ার জন্য কমিশন সরাসরি দায়ী করেছে ডাক বিভাগকে।

সম্প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। বৈঠকের শেষের দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় সবচেয়ে বেশি ভোটার পরিচয় পত্র জেলা নির্বাচনী আধিকারিকের অফিসে এখনও ফেলে রাখা হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৩৭,৭৭৭টি এবং নদিয়ায় ২৭,৮৪৬ টি। এই কার্ড অবিলম্বে ডাকের মাধ্যমে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, সচিত্র ভোটার পরিচয়পত্র কমিশন তরফে ডাকে ভোটারের বাড়িতেই পৌঁছে দেওয়ার কথা। তবে ডাক বিভাগ তা যদি না পাঠাতে পারে নির্বাচন আধিকারিকরা তা বুথ লেভেল রির্টানিং অফিসার অর্থাৎ বিএলআরও’র মাধ্যমে ভোটারদের হাতে পৌঁছে দেবেন এমনটাই বলা হয়েছে সেখানে। তবে আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বিদ্যুতের বিল মতো নথি যাতে আপনার ঠিকানা রয়েছে, তা দেখিয়েও আপনি ভোট দিতে পারেন বলেও জানানো হয়েছে।

   
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular