Viral mimes: তৃণমূল মুখপাত্র দেবাংশুকে কিনতে চান ইলন মাস্ক!

Elon Musk wants to buy Debangshu Bhattacharya

মোদী সরকার যেমন সব বিক্রি করতে শুরু করেছে, ঠিক তেমনি ইলন মাস্ক কিনতে শুরু করেছে। এবার তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya) কিনতে চাইলেন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)।

ইলন মাস্কের তালিকায় কী নেই! চাঁদের মাটি থেকে ফেসবুক, টাটা, আম্বানি, এসবিআই আরও কত কী। আর এই রসিকতায় যখন বাঙালির রাজনীতির লোকেরা ঢুকে পড়ে তখন সেটা আরও বেড়ে যায়।

   

সোশ্যাল মিডিয়ায় এমনও মিম ঘুরে বেড়াচ্ছে, যেখানে ইলন মাস্ক নাকি বঙ্গ বিজেপি থেকে সিপিআইএম, তৃণমূল সবই কিনে নিতে চান। তা বলে দেবাংশু ভট্টাচার্য!

তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশুকেও কিনতে চায় ইলন মাস্ক। এমনই মিমে দেখা গিয়েছে দেবাংশুর জবাবি টুইট, টেসলার দরজার সামনে শুতে হবে নাকি টুইটারের?

টেসলার কর্ণধার যদি বাংলায় বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে স্বাগত দেবাংশুর। তবে একই সঙ্গে তাঁর কটাক্ষ, পলিটিক্যালি লসে চলা বিজেপি ও সিপিআইএম কেনা উচিত ইলন মাস্কের। সিপিআইএম পার্টি অফিসগুলি এখন ভূতের বাড়ি হয়ে গিয়েছে। এই সব বাড়িগুলোকে পর্যটন কেন্দ্র বা বিয়েবাড়ি হিসাবে ভাড়া দিলে ইলন মাস্কের ভাল বিনিয়োগ হতে পারে।

শুধু দেবাংশু কেন, এসবিআই ব্যাংক কিনতে চেয়েছেন ইলন মাস্ক। তার প্রত্যুত্তরে এসবিআই ব্যাংকের তরফে জানানো হয়েছে, এখন লাঞ্চ টাইম চলছে, লিংক নেই পরে আসবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন