HomeWest BengalKolkata Cityভাইফোঁটায় শাক-সবজির বাজারে আগুন দর, টমেটো-বেগুন-বিন্সের দাম আকাশছোঁয়া

ভাইফোঁটায় শাক-সবজির বাজারে আগুন দর, টমেটো-বেগুন-বিন্সের দাম আকাশছোঁয়া

- Advertisement -

Vegetable Price: আজ রবিবার, সঙ্গে ভাইফোঁটা। আজ ঘরে ঘরে ফোঁটা নেওয়ার দিন। কেউ ফোঁটা নিতে যাবেন তো কেউ ফোঁটা দিতে যাবেন। ভাই আর বোনের এই ‘ফোঁটা’ সেশনের মধ্যে থাকবে পেটপুরে খাওয়া পর্বও। তবে হেঁসেলে ঢোকার আগে বাজার দর কত? আজ সজির দাম কমল নাকি আরও বাড়ল? জেনে নিন আজ কলকাতায় সবজির দামের আপডেট।

কিছুদিন আগের ঘূর্ণিঝড় দানার প্রভাবে নষ্ট হয়েছে ধান, সবজির জমি। এরপর থেকেই শাক ও সবজির দাম আকাশছোঁয়া। শুধু শাক-সবজিই নয়, হাত দেওয়া যাচ্ছেনা ফলেও। হাত দিলেই যেন দামের ছ্যাঁকা। মাথায় হাত সাধারণ মানুষের, মধ্যবিত্ত বাঙালির। আগে থেকেই মনে করা হচ্ছিল চড়চড়িয়ে সবজির দাম বাড়বে ভাইফোঁটাতে। ঠিক তাই হল। ভাইফোঁটার সকালে বাজার করতে গিয়ে হিমশিম খেল বাঙালি, পকেটে টান মধ্যবিত্তের। জানা যাচ্ছে, একাধিক জায়গায় দ্বিগুনের বেশি দামে বিক্রি হচ্ছে কিছু সবজি।

   

আজ বাজার দর কত? রবিবার সকালে মানিকতলা বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি প্রতি। কাঁচা লঙ্কা দেড়শো থেকে ২০০ টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি দরে। বিন্সের দাম আকাশছোঁয়া। দাম আড়াইশো ছুঁয়ে ফেলেছে। পটল ৬০ টাকা কেজি, শশা ৭০ টাকা কিলো।

উচ্ছের দামও বেড়েছে। বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ঢ্যাঁড়স ও একই দাম। পেঁপে ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা কেজি, গাজর ৭০ টাকা কেজি, ক্যাপসিকাম ২০০ টাকা কেজি। অপর দিকে, চন্দ্রমুখি আলু চল্লিশ টাকা কেজি। পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular