সবজিতে হাত দিতেই ছ্যাকা খাচ্ছে আমজনতা, চড়চড়িয়ে বাড়ছে সবজির দাম

Vegetable Price today in kolkata 29 august 2025

পুজোর আবহেও বাজারে সবজির দাম(Vegetable Price)একেবারে আকাশছোঁয়া। বাজার গিয়ে পকেটে টান পরলেও বাজারের ব‌্যাগ থাকছে খালি। যদিও ক্রেতা থেকে বিক্রেতাদের মুখে শোনা যাচ্ছিল যে, বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় জলপাইগুড়ির সবজি বাজার অগ্নিমূল্য।কাঁচা আনাচ থেকে মাছ, মাংস, ফলের বাজারেও আগুন(Vegetable Price) ।

ইলিশ মাছ বিকোচ্ছে ১৭০০ টাকা কেজি দর, রুই-কাতলাও কম নয়। দাম রয়েছে কমবেশি ৬০০-৭০০ টাকা। অন্যদিকে, মুরগির মাংসের দাম ২০০ টাকা কেজি দর, পাঁঠা-খাসি বিকোচ্ছে ৯০০-১০০০ টাকা পুজোর মুখে এমন দাম বাড়ায় সাধারণ মানুষের পকেটে চাপ বাড়ছে।

   

সবজি কিনতে গিয়ে কাল ঘাম ছুটছে তাদের। ক্রেতাদের কথায়, এত দামে সবজি কিনে খাওয়া সম্ভবই নয়। শুধু সবজি নয়, প্রায় প্রতিদিন হু হু করে দাম বাড়ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের। স্বাভাবিকভাবেই বাজারে সরবরাহও কম, চড়চড়িয়ে বাড়ছে দাম । পুজোর মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের দুর্দশা

পুজোর আগে শাকসবজির মূল্য বৃদ্ধি রুখতে বিভিন্ন বাজার পরিদর্শন করছে সরকারের তৈরি টাস্ক ফোর্স। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে আরও বৃদ্ধি করা হবে সুফল বাংলা স্টলের সংখ্যা। সেখান থেকে ন্যায্য মূল্যে শাকসবজি (vegetable price) কিনতে পারবেন ক্রেতারা। গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও শাকসবজির দাম কমেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। তাই পুজোর আগে খানিকটা স্বস্তিতে মধ্যবিত্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন