Jamuria:বিকট শব্দে আকাশ থেকে কী যেন খসে পড়ল! জামুরিয়ার উল্কাপিণ্ড নাকি ইউএফও

Rajasthan,CM, Breaking News

দিনেদুপুরে আকাশ থেকে কী যেন খসে পড়ল! তাজ্জব হওয়ার মতোই বিষয় বটে। ভোটের মুখে বোমা পড়ার ঘটনা কিংবা ইট পাটকেল পড়ার মতো ঘটনা তাও মেনে নেওয়া যায় কিন্তু তাই বলে আকাশ যেন কীসব মহাজাগতিক জিনিসপত্র খসে পড়ল। শুধু খসে পড়লই না, এলাকার কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত করল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত হয়েছে একটি শিশু। আরও জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ হঠাৎই বিকট শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে ভারী কোনও বস্তু। বিদ্যুৎ গতিতে নেমে আসা ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের একাধিক বাড়ি। ফাঁকা মাঠে সৃষ্টি হয়েছে গভীর গর্ত।

ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ার তিনটি এলাকায়। অনেকে তো ঘটনাকে ইউএফও-সঙ্গে তুলনা করেছে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ প্রশাসন। জামুড়িয়া ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি ভেঙেছে তিনটি। জাদুডাঙায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি এবং বেনালি এলাকায় মাঠের মাঝে সৃষ্টি হয়েছে গর্ত। প্রত্যক্ষদর্শীরা বলছেন আকাশ থেকে হেলিকপ্টার জাতীয় কোন জিনিস বা কোন যন্ত্র টাইপের জিনিস প্রবল গতিবেগে তাঁরা পড়তে দেখেছেন।

   

তবে পুলিশের প্রাথমিক অনুমান, যাদুডাঙ্গার একটি লোহা কারখানার মোটর ভেঙে এই ঘটনা ঘটেছে। মোটরটি প্রচণ্ড গতিতে ঘুরছিল। সেই সময় সেটি ভেঙে যাওয়ায় মোটরটি খুলে চার ভাগে বেরিয়ে আসে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। শুধু তাই নয়, ইউএফও-এর ব্যাপারে একেবারে জল ঢেলে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন