কলকাতা: বাগদেবীর আরাধনার পুণ্যলগ্নে বিষাদের ছায়া শহর কলকাতায়। শুক্রবার সকালে উল্টোডাঙার সিআইটি রোডে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পথচারী (পুলিশি ঘোষণা সাপেক্ষে)। একটি বেপরোয়া প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনজনকে পিষে দিয়ে উঠে যায় ফুটপাথে। ঘটনায় একজন স্কুটি চালক-সহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘাতক গতির তাণ্ডব
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ একটি সাদা রঙের প্রাইভেট গাড়ি কাঁকুড়গাছির দিক থেকে প্রচণ্ড গতিতে উল্টোডাঙার দিকে আসছিল। সিআইটি রোডের বিএসএনএল টাওয়ারের কাছে আসতেই চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে গাড়িটি প্রথমে একটি চলন্ত স্কুটিকে সজোরে ধাক্কা মারে। কিন্তু সেখানেই থামেনি ঘাতক গাড়িটির দৌড়। স্কুটিটিকে ধাক্কা মারার পর গাড়িটি সরাসরি ফুটপাথে উঠে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে পিষে দেয়। এরপর রাস্তার ধারের একটি অস্থায়ী দোকান ও গাছে ধাক্কা মেরে তবেই থামে সেটি।
উৎসবের সকালে কান্নার রোল
দুর্ঘটনার শব্দে স্থানীয় মানুষজন ছুটে আসেন। দেখা যায়, রক্তাক্ত অবস্থায় তিন জন রাস্তায় পড়ে রয়েছেন। আহত পথচারীকে উদ্ধার করে যখন আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। স্থানীয়দের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও সরকারিভাবে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি। স্কুটি চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘাতক চালক আটক, তদন্তে পুলিশ
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ। উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালককে আটক করা হয়েছে। গাড়ির ভেতরে চালক ছাড়াও আরও দু’জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
