শনিবার শহরে রেলমন্ত্রী, সূচনা পুরুলিয়া-হাওড়া ইন্টারসিটির

Ashwini Vaishnaw

আগামী শনিবার, ২৯ জুন কলকাতায় আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর এই সফর ঘিরে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ রেল (Train) পরিষেবার সূচনা হতে চলেছে। একদিকে পুরুলিয়া-হাওড়া (মসাগ্রাম হয়ে) নতুন ইন্টারসিটি এক্সপ্রেস, অন্যদিকে রানাঘাট-শিয়ালদহ রুটে প্রথম এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে এই দুই পরিষেবার সূচনা নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Advertisements

রেল দফতর সূত্রের খবর, শনিবার সকালেই পুরুলিয়া-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান হবে সাঁতরাগাছি স্টেশনে। এই উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সকাল ১১টা ১৫ মিনিটে পুরুলিয়া থেকে ছাড়বে এই নতুন ট্রেন (Train)। বাঁকুড়া, ইন্দাস, সোনামুখী, মসাগ্রাম হয়ে হাওড়ার দিকে এগোবে এই ইন্টারসিটি এক্সপ্রেস।

   

এই নতুন রুটের ফলে বাঁকুড়া ও পুরুলিয়ার যাত্রীদের জন্য হাওড়ার সঙ্গে যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেন (Train) পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মসাগ্রাম হয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় হাওড়া-বাঁকুড়া ও আদ্রা-হাওড়া রুটের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার কমে যাবে।

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, এই নতুন ট্রেন (Train) বাঁকুড়ার মানুষদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করবে। পাশাপাশি পূর্ব বর্ধমানের মসাগ্রাম কর্ড লাইনের যাত্রীরাও উপকৃত হবেন। যদিও এখনও পর্যন্ত নতুন ইন্টারসিটি এক্সপ্রেসের পূর্ণাঙ্গ সময়সূচি ভারতীয় রেলের তরফে প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই সেই সময়সূচিও ঘোষণা করা হবে। তখনই জানা যাবে, কবে থেকে ট্রেনটির নিয়মিত পরিষেবা চালু হবে।

শুধু তাই নয়, একই দিনে আর এক গুরুত্বপূর্ণ রেল পরিষেবারও সম্ভাবনা রয়েছে। রানাঘাট থেকে শিয়ালদহের মধ্যে প্রথম এসি লোকাল ট্রেন (Train) চালু হতে পারে শনিবারই। পূর্ব রেল সূত্রে খবর, পরিকল্পনা অনুযায়ী জাতীয় গ্রন্থাগার ও সাঁতরাগাছিতে অনুষ্ঠান শেষ হওয়ার পর যদি সময় থাকে, তাহলে রেলমন্ত্রী শিয়ালদহে এসে ওই এসি লোকাল ট্রেনেরও সূচনা করবেন। তবে সবটাই নির্ভর করছে রেলমন্ত্রীর সময়সূচির উপর।

পূর্ব রেলওয়ে সূত্রের খবর, এই এসি লোকাল (Train) চালু হলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত হবে। শহরতলির যাত্রীরা এখন প্রচণ্ড গরমে যে ভোগান্তির শিকার হন, তা অনেকটাই কমে যাবে। রানাঘাট-শিয়ালদহ রুটে বাড়তি যাত্রী চাপ সামলাতেও এই পরিষেবা বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

রেলমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে নিরাপত্তা এবং আনুষঙ্গিক প্রস্তুতি তুঙ্গে। সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু করে শিয়ালদহ পর্যন্ত বিভিন্ন স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

অপরদিকে, সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যেই বিষ্ণুপুর-জয়রামবাটি ট্রেন পরিষেবাও চালু হতে পারে। সকাল ও বিকেলে দুটি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য আগামী শনিবার হতে চলেছে একাধিক রেল উপহারের দিন। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান থেকে শুরু করে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার হাজার হাজার যাত্রী উপকৃত হবেন এই নতুন পরিষেবায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements