HomeWest BengalKolkata CityBrigade Rally: ব্রিগেড ভরালেও ভোটে তো বাম শূন্য! এক সুরে আক্রমণে তৃণমূল-বিজেপি

Brigade Rally: ব্রিগেড ভরালেও ভোটে তো বাম শূন্য! এক সুরে আক্রমণে তৃণমূল-বিজেপি

- Advertisement -

আজ বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশ (Brigade Rally)। ইতিমধ্যেই দলে দলে ব্রিগেডমুখী ডিওয়াইএফআই-এর কর্মী সমর্থকেরা। ক্রমশই লাল পতাকায় ভরে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। তারই মাঝে সিপিএম-এর যুব সংগঠনের এই ব্রিগেড সমাবেশকে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বিজেপি নেতা দিলীপ ঘোষের।

কুণাল ঘোষ বলেন, ‘ডিওয়াইএফআই-এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক ব্রিগেড যাবেন, কিন্তু সিপিএমকে ভোট দেবেন না। সিপিএম-এর কাছে তো ব্রিগেড নতুন নয়। ২১ সালেও ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। ব্রিগেড দেখিয়ে, ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, শিয়ালদা থেকে এত মানুষ এল, সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম। যারা যাবেন আজ লালঝান্ডা নিয়ে, তারা চক্ষুলজ্জায় তো বলতে পারবেন না, তাদের মধ্যে কিছু মানুষ, যাদের বাড়িতে কন্যাশ্রী, সবুজসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তারা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, আর যারা অন্ধ তৃণমূল বিরোধী তারা বিজেপিকে ভোট দেবন, সিপিএম-এর খাতা তো থাকবে শূন্য। তাই কিছু লোক যাঁরা চক্ষুলজ্জায় দলকে বলতে পারবেন না, তারা ব্রিগেডে যাবেন।’

   

কুণাল ঘোষ আরও বলেন, ‘সিপিএম-এর ব্রিগেড নতুন নয়, কিন্তু সিপিএম-এর ব্রিগেড মানেই সিপিএমকে ভোট নয়। সিপিএম-এর কাছে প্রথম চ্যালেঞ্জ, ভোটটা আগে বিজেপির কাছ থেকে ফিরিয়ে আনুক। সিপিএম কমেছে বিজেপি বেড়েছে। সিপিএম বড় বড় কথা পরে বলবে, ব্রিগেড দেখিয়ে কী হবে! এই ব্রিগেড আগে দেখা। এবারে ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না, সিপিএম-এর ক্ষমতা থাকলে ৪২টা আসনে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে, তাহলে ব্রিগেডের ভ্যালু কী আছে, ব্রিগেডের ভ্যালু নেই।’

বামপন্থীদের কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বলেন, ‘এর আগেও ব্রিগেড করেছেন, বিধানসভার আগেও ব্রিগেড করেছিলেন বামপন্থীরা, ভরিয়েও দিয়েছিলেন, কিন্তু একটা আসনেও জিততে পারনি। তৃণমূল তো ব্রিগেড করেনি, বিজেপি করেছিল। ব্রিগেড করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য, বহু বছর ধরে, যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন তারা। গতবারে আইএসএফকে সঙ্গে নিয়ে নিয়েছিলনে, কংগ্রসেকে সঙ্গে নিয়েছিলেন, জানি না এবারে তাদের ডেকেছেন কি না!’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular