HomeWest BengalKolkata Cityসোম থেকে শুরু আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া, চার্জশিটে মূল অভিযুক্ত সঞ্জয়ই

সোম থেকে শুরু আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া, চার্জশিটে মূল অভিযুক্ত সঞ্জয়ই

- Advertisement -

সোমবার থেকে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে (RG Kar Case Hearing) শিয়ালদহ আদালতে শুরু হবে বিচারপ্রক্রিয়া। জানা যাচ্ছে, মামলা দ্রুত নিস্পত্তির জন্য সপ্তাহে ৪ থেকে ৫ দিন টানা শুনানি চলবে বলে জানানো হয়েছে। তবে বন্ধ দরজার ভেতরেই চলবে বহু প্রতীক্ষিত আরজি কর মামলার শুনানি। সূত্রের খবর অনুযায়ী, দুপুর ২টো নাগাদ শুরু হবে এই মামলার শুনানি।

সিবিআইয়ের তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সঞ্জয় রায়ের। ইতিমধ্যেই তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে শিয়ালদহ আদালতে এসে উপস্থিত হয়েছেন নির্যাতিতার বাবা। সিবিআই-এর চার্জশিটে ১২৮ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছিল। এই ১২৮ জনের মধ্যে রয়েছেন জুনিয়র ডাক্তার, কলকাতা পুলিশ, ফরেন্সিক বিভাগের আধিকারিকেরাও।

   

তবে শোনা যাচ্ছে, আজ তার মধ্যে ২ জনের সাক্ষ্য নেওয়া হবে। ধাপে ধাপে প্রত্যেকেরই বয়ান নথিবদ্ধ করা হবে। তবে সবার প্রথমে নির্যাতিতার বাবা-মায়ের সাক্ষ্যগ্রহণ করবে আদালত। সোমবার শিয়ালদহ আদালতে উপস্থিত রয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার। সেইসঙ্গে রয়েছেন নির্যাতিতার এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ও, যিনি নিজেকে ‘কাকু’ বলে পরিচয় দিয়েছিলেন।

এর আগে তাঁর বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছিল। সোমবার সঞ্জীব দাবি করেছেন যে, তিনিও সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে গিয়েছেন। প্রসঙ্গত, গত সোমবার আরজি কর-কাণ্ডের ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট জমা দেওয়ার ২৮ দিনের মাথায় এই মামলায় চার্জ গঠন হয় শিয়ালদহ আদালতে। তখন আদালতের তরফ থেকে জানানো হয়েছিল, ১১ নভেম্বর থেকে ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে।

এর পাশাপাশি রোজ এই মামলার শুনানি চলবে বলেও জানানো হয়েছিল। গত সোমবার শিয়ালদহ আদালতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিলেন, চার্জশিটের ভিত্তিতে আপাতত বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। এর এক সপ্তাহ পর সোমবার থেকে শুরু হল এই মামলার বিচার পর্ব। এখন আজকের শুনানির পর এই মামলাতে আর কী কী তথ্য উঠে আসে এখন সেটাই দেখার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular