বাস বন্ধের চিন্তায় কপালে হাত আম জনতার

Bus

আবারও সমস্যার মুখোমুখি হতে চলেছে কলকাতার নিত্যযাত্রীরা (Travel)। কারণ পুজোর আগেই কয়েক হাজার বেসরকারি বাস তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পরিবহন দফতর। যার ফলে শহরে যাতায়াত ব্যবস্থায় ব্যাপকভাবে সঙ্কট তৈরি হতে পারে।

Advertisements

শহরের দূষণ কমাতে ১৫ বছরের বেশি বাস চালানো যাবে না বলে বছরের শুরুতেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে আবারও পুজোর আগে সেই নির্দেশ কার্যকর হতে চলেছে। এর জেরে চিন্তিত নিত্যযাত্রীরা। এর আগেও লোকসভা নির্বাচনের সময় বেশ কিছু বাস নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছিল।

   

যার ফলে সেই সময়েও সমস্যায় পড়েছিলেন শহরের নিত্যযাত্রীরা। এত সংখ্যক বেসরকারি বাস বন্ধ হলে বহু বাসরুটও ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এক ধাক্কায় শহরে ২০০০ বাস  বন্ধ করে দিলে কী পরিস্থিতি তৈরি হবে সেই নিয়ে চিন্তায় বাস মালিক থেকে সাধারন মানুষ।

মমতার নির্দেশ-টাস্কফোর্সের অভিযান-কড়া হুঁশিয়ারি, আদৌ কমল বাজারদর?

Advertisements

২০০৯ সালের যে বাস চলতে শুরু করেছিল এই বছরেই সেই বাসগুলির ১৫ বছর হয়ে যাচ্ছে সেই কারণে ২০০৯ সালের বাসগুলি আর চালানো যাবে না। সেগুলিকে বাতিলের তালিকায় তোলা হবে বলে জানানো হয়েছে।

তবে এই পরিস্থিতে ১৫ বছরের বাস বাতিল হয়ে গেলে আবার নতুন করে বাস কিনতে বেশ চাপের মুখে পড়তে হবে বাস মালিকদের। তাই এই সমস্যার কথা ভেবে চিন্তিত বাস মালিকরা।