তিনদিন যাত্রী হয়রানির পরেও আরও হয়রানি! দেরির পর দেরি সব ট্রেন

local train

গত বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ শাখায় লাইন সম্প্রসারণের কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল। বাতিল করা হয়েছিল বহু ট্রেন। বহু ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছিল। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পরে বহু যাত্রী। বাঁদুরঝোলা ভিড়ের মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় একজনের। যদিও রেলের তরফে দাবি করা হয়, নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগেই শেষ হয়েছে কাজ! তবুও সোমবারের তুমুল ট্রেনে ভিড় দেখা যায় শুধু তাই নয় নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে চলছে ট্রেন।

শিয়ালদহ লাইনে ভিড়ে বিপর্যস্ত যাত্রীরা। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ট্রেন চলায় অনেকে পরের ট্রেন ধরতে এসে আগের ট্রেন পেয়ে যাচ্ছেন। প্রচণ্ড গরমে ভিড়ে চিড়েচ্যাপ্টা হয়ে সেই ট্রেনেই উঠতে হচ্ছে নিত্যযাত্রীদের। প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে অন্তত আধ ঘণ্টা দেরিতে চলেছে। কোনও কোনও লোকাল ট্রেন ঘণ্টাখানেকেরও বেশি ‘লেট’। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। ট্রেনে ভিড়ও রয়েছে প্রচুর।কোনও কোনও ট্রেন দেড় ঘণ্টা দেরিতেও চলছে বলে অভিযোগ।

   

সোমবারের পরিস্থিতি নিয়ে রেলের বক্তব্য, যে হেতু শিয়ালদহে সদ্য প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়েছে, সেখানে ট্রেন ঢোকা-বেরোনোয় সময় লাগছে। কোনও ট্রেন সোমবার বাতিল করা হয়নি। সব ট্রেনই চলছে। শিয়ালদহে অত্যাধুনিক প্রযুক্তির ইন্টারলকিং ব্যবস্থা করা হয়েছে। পুরনো পদ্ধতি ননইন্টারলকিং করে। পরিষেবা পুরো স্বাভাবিক হতে আরও একটু সময় লাগবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন