কাশির সিরাপে মৃত্যুর ঘটনা! রাজ্য সরকার বন্ধ করল Coldrif

‘Coldrif’ কাশির সিরাপ (Cough Syrup Deaths) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। মধ্যপ্রদেশে একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় এই ওষুধকে ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছে চিকিৎসা মহলে। এরপরই…

toxic-syrup-deaths-prompt-west-bengal-to-follow-madhya-pradesh-in-banning-coldrif

‘Coldrif’ কাশির সিরাপ (Cough Syrup Deaths) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। মধ্যপ্রদেশে একাধিক শিশুর মৃত্যুর ঘটনায় এই ওষুধকে ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছে চিকিৎসা মহলে। এরপরই রাজ্য জুড়ে সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ‘Coldrif’ কাশির সিরাপের বিক্রি।**

Advertisements

মধ্যপ্রদেশে বেশ কয়েকটি শিশুর মৃত্যুর সঙ্গে Coldrif সিরাপের যোগ খুঁজে পাওয়ার পর তদন্তে নামে স্বাস্থ্য দপ্তর। পরীক্ষায় দেখা যায়, ওই সিরাপে ডাইইথিলিন গ্লাইকল (Diethylene Glycol)নামক একটি বিষাক্ত রাসায়নিক উপাদান পাওয়া গিয়েছে, যা সাধারণত শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয় এবং মানবদেহে প্রবেশ করলে তা মারাত্মক বিষক্রিয়ার সৃষ্টি করে। এই উপাদান শরীরে ঢুকলে কিডনি ও যকৃৎ অচল হয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত মৃত্যুও ঘটতে পারে। উল্লেখ্য, ওই সিরাপটি Sresan Pharmaceuticals নামে একটি সংস্থা উৎপাদন করেছিল। তদন্তে উঠে আসে, তাদের একটি নির্দিষ্ট ব্যাচেই এই বিষাক্ত উপাদান পাওয়া গিয়েছে।

Advertisements

যদিও এই বিষাক্ত ব্যাচ পশ্চিমবঙ্গে প্রবেশ করেনি বলেই জানা গিয়েছে, তবু রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন (BCDA) কোনও রকম ঝুঁকি না নিয়ে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ডাইইথিলিন গ্লাইকল মানব শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এটি মূলত একটি শিল্প উপাদান, যা সাধারণত ব্রেক ফ্লুইড, কুল্যান্ট বা প্লাস্টিক প্রোডাকশনে ব্যবহৃত হয়। কোনো ওষুধে এটি থাকলে তা শিশুদের জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ তাদের শরীরের প্রতিরোধক্ষমতা তুলনামূলকভাবে কম।