টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে হামলায় মামলা দায়ের হাই কোর্টে

Case Filed in High Court Over Attack During 'Raat Dokkhol' Campaign in Tollygunge.

আরজি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় অতিক্রান্ত প্রায় দেড় মাসেরও বেশি সময়। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের নাম প্রকাশ্যে আসেনি। এদিকে এই ঘটনা সামনে আসার পর থেকে দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠেছে। এমনকি দেবীপক্ষের মধ্যেও এই নৃশংস ঘটনার বিচারের দাবিতে জারি প্রতিবাদ।

Advertisements

এর মধ্যে মহালয়ার ঠিক আগের দিন ১ অক্টোবর ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এবার সেই কর্মসূচিতে টালিগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করা হল। মহালয়ার ঠিক আগেরদিন মঙ্গলবার রাতে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘রাত দখল’ করেছিলেন বিভিন্ন পেশার মানুষ।

   

টালিগঞ্জের করুণাময়ীতে আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে পথে নেমেছিল অনেকে। টালিগঞ্জের সেই ‘রাত দখল’ কর্মসূচিতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সেখানে হঠাৎই ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না শূর এবং তাঁর লোকজন হামলা করেন বলে অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, আগে থেকে অনুমতি নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন এরকম হামলার পরেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল বলে অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা। সেই হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল। বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ।

যদিও কাউন্সিলর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছেন। তিনি পাল্টা দাবি করে বলেছেন, সেখানে উপস্থিত আন্দোলনকারীরাই তাঁদের মারধর এবং গালিগালাজ করেছেন। তবে এদিকে আন্দোলনকারীরা দাবি করেছেন সেখানে তৃণমূল কাউন্সিলরের ইশারাতেই ওই কর্মসূচিতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।

এমনকি মহিলাদের মারধর করারও অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, এই ঘটনায় পুলিশের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements