Home West Bengal Kolkata City চতুর্থীতে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

চতুর্থীতে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

Today 28 October Kolkata Weather Update

রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ অন্যান্য জেলা। কিন্তু রবিবারের পর সোমবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশের দেখা মিলছে। তবে পুজোর মধ্যে বৃষ্টি হবে কিনা সেই চিন্তাই ঘুরপাক খাচ্ছে এখন মানুষের মনে। তবে চতুর্থীর দিন কেমন থাকতে চলেছে কলকাতা সহ অন্যান্য জেলার আবহাওয়া (Weather Update)? পুজোতে কতটা রয়েছে বৃষ্টির আশঙ্খা?

Advertisements

চতুর্থীর সকালের দিকে কলকাতায় রোদ ঝলমলে আকাশের দেখা মিললেও পরে মেঘলা আকাশ থেকে আংশিক মেঘলা আকাশ হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও বেলার দিকে আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু অল্প হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।

   

সবমিলিয়ে চতুর্থীর দিন আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির পরিমাণ কমে আবহাওয়ার উন্নতি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা থাকবে ২৫-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়ার দফতর সূত্রের খবর অনুযায়ী, সোমবার দুপুরের পর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। তবে ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চতুর্থীর দিন সোমবার দক্ষিণবঙ্গের চার জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আর বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন চার থেকে পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

সোমবার ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে পশ্চিমে আংশিক মেঘলা আকাশ থাকায় বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু এবারে পুজোয় দুর্যোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হতে পারে। তবে পুজোয় ভারী বা একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প নেশা থাকায় অস্বস্তি হতে পারে সপ্তাহের আগামী দিনগুলিতে।

Advertisements