ফের শীতের আগমন, কতদিন থাকবে এই আবহাওয়া জানাল হাওয়া অফিস

The winter ambiance in North and South Bengal, how will the weather be in Kolkata amidst the drop in temperature?

কলকাতা: ফের ফিরে এল শীত৷ মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস৷ একদিনেই ৩ ডিগ্রির বেশি পারদপতন কলকাতায়৷ তবে এই আবহাওয়া খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ এরকম আবহাওয়া আর কতদিন থাকবে? নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে? শীত কি আবার কামব্যাক করবে? এই সমস্ত আপডেট জালান হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে হালকা শীত কিছুদিন থাকবে৷ তবে শীতের বিদায় আসন্ন৷ আগামী কিছুদিন সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে৷ সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলায় তাপমাত্রা বাড়বে৷ তবে অন্যান্য বছরের তুলনায় এবছর সরস্বতী পুজোর সময় ঠান্ডার আমেজ উধাও হয়ে যাবে৷

   

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি৷ জেলার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রির কাছাকাছি৷ শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে৷ সকালের দিকে কুয়াশা থাকবে বিক্ষিপ্ত ভাবে৷ তবে এরমধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আগামী ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করবে৷ তবে দার্জিলিঙে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে৷

জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই৷ তাই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে বিদায় নেবে শীত৷ আপাতত এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷ বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫১ থেকে ৯৩ শতাংশ৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন