Tuesday, October 14, 2025
HomeBusinessচতুর্থীর দিন আচমকা দাম কমল সবজির, মুখে হাসি আমজনতার

চতুর্থীর দিন আচমকা দাম কমল সবজির, মুখে হাসি আমজনতার

পুজোর আগে অনেকটাই বেড়েছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সবজির দাম। কিন্তু যতদিন যাচ্ছে, সেই সবজির দাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। এমনকি পুজোর মুখে দাঁড়িয়েও প্রতিদিন একটু একটু করে দাম বাড়ছে। আর সবজির এই লাগামছাড়া দাম বৃদ্ধিতে পকেটে টান পড়তে শুরু করেছে সাধারণ মানুষের। বাজারে গিয়ে সবজির দাম (Vegetable Price) দেখে কার্যত ছেঁকা খাচ্ছে আমজনতা।

Advertisements

কিন্তু চতুর্থীর দিন সোমবার কতটা কমল-বাড়ল সবজির দাম? প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় সবজির দামে কম-বেশি হেরফের দেখা যাচ্ছে। এখন পটল, ঢেঁড়স, বেগুন, ঝিঙে, আলু, আদা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ সবজি কিনতে গিয়ে দাম দেখে মাথায় হাত পড়েছে আমজনতার। সোমবারের বাজারে কেজি প্রতি বেগুন মিলছে ৪০ টাকায়।

Advertisements

বড় পেঁয়াজের দাম কমে প্রতি কেজির হয়েছে ২৫ টাকা ও ছোট পেঁয়াজ প্রতি কেজিতে মিলছে ৭০ টাকায়। অন্যদিকে কেজিদরে আদা পাওয়া যাচ্ছে ২৪০ টাকায়। এদিকে আলু প্রতি কেজিতে পাওয়া মিলছে ২০ টাকায়। গাজর ৫০ টাকায়, লঙ্কা ৪০ টাকা, করলার দাম কমে হয়েছে ২০ টাকা, বিনস ৪৫ টাকা ও ক্যাপসিকাম ৫৫ টাকা। এছাড়াও কুমড়ো বিক্রি হচ্ছে ২০ টাকা কিলো দরে।

পটল, চিচিঙ্গা, কচু ও ঝিঙের দাম প্রায় এক। এদিকে ভালো সাইজের ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ৪৫ টাকার ওপরে। বাঁধাকপি প্রতি কেজিতে মিলছে ২৫ টাকায়। অন্যদিকে ১ কেজি মটরশুঁটি পাওয়া যাচ্ছে ৮০ টাকায়। দেখা যাচ্ছে, আজকে গতকালের মতোই অপরিবর্তিত রয়েছে বিভিন্ন সবজির দাম। তবে এখনও পর্যন্ত লাগাতার দাম বৃদ্ধি হচ্ছে বিভিন্ন সবজির।

তবে পুজোর মধ্যে ব্যবসায়ীরা যাতে আর দাম বৃদ্ধি করতে না পারে তার জন্য কিছুদিন আগেই বিভিন্ন বাজারে নজরদারি চলেছে টাস্ক ফোর্সের। এমনকি এ নিয়ে ডাকা বৈঠকে রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এরই মধ্যে পুজোর আগে সবজির দাম একটু হলেও কমে যাওয়ায় বর্তমানে খুশির জোয়ারে ভাসছেন ক্রেতা থেকে বিক্রেতারা।

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments