HomeWest BengalKolkata Cityপ্রতিষ্ঠা দিবসে বাঙালি অস্মিতা তুলে ধরতে পথে নামবে টিএমসিপি

প্রতিষ্ঠা দিবসে বাঙালি অস্মিতা তুলে ধরতে পথে নামবে টিএমসিপি

- Advertisement -

বাংলা ও বাঙালি পরিচয়কে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা চলছেই। বিজেপির বিরুদ্ধে ‘বাংলা-বিদ্বেষের’ অভিযোগকে সামনে রেখে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন, (TMCP)  তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। আগামী ২৮ অগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবস (TMCP)  উপলক্ষে কলকাতার রেড রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হতে চলেছে এক বৃহৎ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই শাসক শিবিরের ছাত্রদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।

বাংলা-বাঙালি থিমে মূল কর্মসূচি

   

এবারের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে টিএমসিপি স্পষ্ট জানিয়েছে, তাদের মূল হাতিয়ার হবে বাংলা ও বাঙালির অস্মিতা। বিজেপির বিরুদ্ধে “স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি” মন্তব্যকে সামনে রেখেই পাল্টা বার্তা দিতে চাইছে তারা। ছাত্র সংগঠনের দাবি, ‘‘বাঙালির সম্মান ও অধিকার রক্ষার প্রশ্নে আমরা আপসহীন।’’

শুধু বাংলা থিমই নয়, এদিন একই মঞ্চ থেকে চলবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ। সংগঠনের বক্তব্য, এই প্রক্রিয়ায় বহু প্রকৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে এ বিষয়েও সরব হতে চলেছে টিএমসিপি।(TMCP)  

প্রস্তুতির ঝড়

আর মাত্র কয়েকদিন বাকি। তিন দিন পরেই রেড রোডে হবে এই বিশাল আয়োজন। তার প্রস্তুতি এখন তুঙ্গে। রাজ্যজুড়ে সফর করে বৈঠক করছেন ছাত্র নেতৃত্ব। ইতিমধ্যেই জেলা জেলায় ঘুরে চলেছে প্রস্তুতি সভা। দাবি করা হচ্ছে, এবারের ভিড় ছাপিয়ে যাবে সমস্ত রেকর্ড। প্রায় দুই লক্ষ ছাত্রছাত্রীর সমাগম ঘটবে বলে বিশ্বাস টিএমসিপি নেতৃত্বের।

শনিবার বৈশ্বানর চট্টোপাধ্যায়, অশোক দেব, তৃণাঙ্কুর ভট্টাচার্য—সহ শীর্ষ নেতৃত্ব একসঙ্গে বৈঠক করেছেন কর্মসূচি সফল করার লক্ষ্যে। পাশাপাশি একাধিক ছোট বৈঠকও চলছে। রবিবার রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য নিজে সভাস্থলে গিয়ে মঞ্চ প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন। আজ থেকেই শুরু হচ্ছে মঞ্চ বাঁধার কাজ। বৈশ্বানর চট্টোপাধ্যায়ও রাজ্য সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও জেলা জেলায় ঘুরে প্রস্তুতি মিটিং করেছেন। সব মিলিয়ে গোটা সংগঠন এখন প্রতিষ্ঠা দিবসকে ঘিরেই সরব।

মমতা ও অভিষেকের উপস্থিতি

এবারের কর্মসূচির প্রধান বক্তা থাকছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই নজর থাকবে তাঁদের বক্তব্যের দিকে। বিশেষত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই মঞ্চ থেকে কী বার্তা দেন মমতা ও অভিষেক, তা নিয়েই চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে।

ছাত্র নেতৃত্বের দাবি, শুধু সাংগঠনিক শক্তিই নয়, এদিনের সভা হবে আগামী নির্বাচনের রণকৌশলের এক গুরুত্বপূর্ণ বার্তাবাহক।

থিম সংয়ে শিক্ষার প্রগতি

এবারের প্রতিষ্ঠা (TMCP)  দিবসের জন্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিশেষ থিম সং। কেশব দে-র কণ্ঠে গাওয়া এই গান সংগঠনের মূল বার্তা বহন করছে— “চাই শিক্ষায় প্রগতি, করব দেশের উন্নতি, একসাথে হয়ে ছাত্রদল।”
শিক্ষার অগ্রগতিই গানের মূল মন্ত্র। ছাত্রদের একজোট হয়ে ছাব্বিশের লড়াইয়ে নামার আহ্বান জানানো হয়েছে গানের কথায়।

নজর ছাব্বিশের ভোটে

ছাত্র সংগঠনের(TMCP)  প্রতিটি পদক্ষেপেই এখন স্পষ্ট, তাদের লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সংগঠনের নেতৃত্ব চাইছে, ছাত্রদের আন্দোলন ও বাঙালি অস্মিতার বার্তা ছড়িয়ে দিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছনো। আর সেই উদ্দেশ্যেই এত বড় মাপের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular