Aliah University: গণ পদত্যাগ, আলিয়ায় নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল

আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University ) থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেল সরকারে থাকা দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি। বিশ্ববিদ্যালয়ের প্রায় নব্বই শতাংশ সমর্থক ও নেতা তৃণমূল ছেড়ে দিলেন। আলিয়ায় ভেঙে পড়ল টিএমসিপি ইউনিট।

জানা গিয়েছে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত তৃণমূল ছাত্র পরিষদের সব নেতা একযোগে পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, নেতৃত্ব দুর্নীতিতে মদত দিচ্ছে তাই গণ পদত্যাগ। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি নেতৃত্বরা সংগঠন থেকে সরে গেলেন। তারা ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর কাছে।

   

পদত্যাগীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি পর্যবেক্ষক দুর্নীতিগ্রস্ত। তার দুর্নীতি দেখেন নীরব থাকার বার্তা দেওয়া হয়। এই নির্দেশ মেনে না নিয়ে গণ পদত্যাগ করা হয়েছে। টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, কিছু ভুল বোঝাবুঝির জন্যই এটা হয়েছে। সব অভিযোগ খতিয়ে দেখা হবে। সংগঠনে কিছু রদবদল আনা হবে।

আপাতত সংখ্যালঘু পড়ুয়াদের অতি উল্লেখযোগ্য শিক্ষাকেন্দ্র আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস অস্তিত্বহীন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন