Saayoni Ghosh: ‘ডাকলেই যাব’ বলা সায়নী চিঠি দিয়ে বললেন যেতে পারছি না

টলিউড অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ এদিন খুব ভোরে একটি গাড়িতে চেপে তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন।

নিয়োগ দু্নীতির তদন্তে দ্বিতীয় দফার জেরায় হাজির হচ্ছেন না (Saayoni Ghosh) সায়নী ঘোষ। তৃণমূল যুবনেত্রী তথা টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ চিঠি দিলেন ইডিকে। আজ আসতে পারছেন না বলে জানান। ইমেল করে ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী।

এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান সায়নী।জানা যাচ্ছে, টলিউড অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ এদিন খুব ভোরে একটি গাড়িতে চেপে তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন।

   

দ্বিতীয় দফার জেরায় ইডির তরফে সায়নী ঘোষের আয়-ব্যায় নথি, সম্পত্তির খতিয়ান নিয়ে আসতে বলা হয়। হাজিরা না দিয়ে ইমেলে নথি পাঠিয়েছেন তৃ়ণমূল যুবনেত্রী বলে জানা যাচ্ছে।

সিজিও কমপ্লেক্সে তাকে দ্বিতীয়বার জেরা করবে বলে জানিয়েছিল ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে প্রথম দফার জেরায় বিস্তর অসঙ্গতি পান ইডি গোয়েন্দারা। পঞ্চায়েত ভোটের আগে দ্বিতীয় দফার জেরায় হাজিরা দিলেন না তিনি।

সায়নীর সাথে নিয়োগ দুর্নীতি ধৃত কুল্তল ঘোষের কানেকশন নিয়ে ইডি সন্দিহান বলে জানা গিয়েছে। সেই সূত্রে সায়নীর সম্পত্তির খতিয়ান তার কাছ থেকে লিখিত আকারে নিয়েছে ইডি। তদন্তে উঠে এসেছে টলিউডের অভিনেত্রী হলেও তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার পরই সায়নী ঘোষের সম্পত্তির পরিমাণ উল্কা গতিতে বেড়েছে।

ইডির হাতে আছে সায়নী ও কুন্তলের মেসেজ। সেই মেসেজ বিশ্লেষণ করে ইডির সন্দেহ আরও বেড়েছে বলেই জানা যাচ্ছে। ফলে তৃণমূল যুবনেত্রী সায়নীকে আরও একবার জেরা করতে চায় ইডি। একই তদন্তে সিবিআই নজরে সায়নী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন