Kuntal Ghosh: তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগে তথ্য ‘ফাঁস’ কুন্তলের

Kuntal Ghosh Tapas Mandal

বোমা ফাটাল কুন্তল ঘোষ (Kuntal Ghosh)! তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিল শিক্ষক দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেসে যুবনেতা কুন্তল৷

আজ, শুক্রবার শেষ হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য গ্রেফতার হওয়া তৃণমূল নেতা কুন্তলের জেল হেফাজতের মেয়াদ। এদিন আদালতে পেশের আগে সিজিও কমপ্লেক্স থেকে শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল যাওয়ার পথে সংবাদ মাধ্যমের কাছে তাপস মণ্ডল সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে কুন্তল। সে বলে, তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। কুন্তলের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোড়ন পড়ে গেছে।

   

এদিন কুন্তল বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এবিষয়ে আদালতকে জানাবেন বলেও জানিয়েছেন কুন্তল। পাশাপাশি তাঁর বক্তব্য, এটা বিজেপির ষড়যন্ত্র। তাপস মণ্ডলের সঙ্গে কী ভাবে যোগ রয়েছে? কী ভাবে হেনস্থা করতে চাইছে? সবটাই আদালতকে জানাবেন বলে জানিয়েছেন কুন্তল।

অন্যদিকে, এর আগে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তলের মুখোমুখি তাপস মণ্ডল ও গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি। ইডি সূত্রে খবর, গ্রেফতারের পর কুন্তল দাবি করেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে ১৫ কোটি টাকা দিয়েছিল সে। এই ঘটনার সাক্ষী গোপাল দলপতি৷ সেই তথ্য যাচাই করতে মঙ্গলবার তলব করা হয়েছিল গোপাল এবং তাপসকে।

ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ পর্বে কুন্তলের দাবি ছিল গোপাল দলপতি এই টাকা পার্থ চট্টোপাধ্যায়কে পৌঁছে দিয়েছে। যদিও সেই দাবি মানতে রাজি হননি গোপাল দলপতি। তাঁর কথায়, তিনি কুন্তলকে চিনতেন তাপস মণ্ডল মারফত। এমনকি তাঁর সঙ্গে বেশ কয়েকবার টাকার লেনদেন হয়েছে বলেও জানিয়েছে গোপাল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন