NIA : ভোটের মুখে এনআইএ নোটিশ পেল ঘাসফুল কর্মীরা, চক্রান্তের তত্ত্ব কুনালের

KUNAL GHOSH

ভোটের মুখে এনআইএ নোটিশ পেল তৃণমূলের কিছু নেতা! মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বের একাংশের হাতে এল কেন্দ্রীয় সংস্থার নোটিশ। তাঁদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের মুখ এহেন নোটিশে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি, ” বিজেপি মেদিনীপুরে পায়ের তলায় মাটি না পেয়ে কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভোটের মুখে মাঠ খালি করার চেষ্টা করছে।” এখানেই শেষ নয়, তিনি এই ঘটনার জন্য সরাসরি দায়ী করলেম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁর বক্তব্য, ” এইগুলোর পিছনে শুভেন্দু অধিকারীর সারাসরি মদত রয়েছে। ভোটের মুখে মাঠ খালি করিয়ে নিজেরা ফায়দা তোলার চেষ্টা করছে।” তাঁর আরও দাবি, ” এইসব করে বিজেপি কিছু করতে পারবে না। মেদিনীপুর আমরাই জিতব।”

   
Advertisements

তিনি আরও হুঙ্কার দেন, ” এই নোটিশে আমাদের কোনঅ কর্মী হাজিরা দেবেন না।” প্রসঙ্গত ইডি, সিবিআই নিয়ে এমনিতেই ঘরে বাইরে চাপের মুখে ঘাসফুল, তার উপরে এনআইএ নোটিশ কি ভোটের মুখে প্রভাব ফেলবে ভোটবক্সে ? সেটাই এখন দেখার।