HomeWest BengalKolkata Cityমনোয়নে সংঘর্ষ গুলি চালানোর ঘটনায় তৃণমূল জড়িত নয়: মমতা

মনোয়নে সংঘর্ষ গুলি চালানোর ঘটনায় তৃণমূল জড়িত নয়: মমতা

- Advertisement -

পঞ্চায়েতে ভোটের মনোনয়ন পর্ব ঘিরে রাজনৈতিক সংঘর্ষ , বোমা হামলা ও খুন হয়েছে। মনোনয়ন জমা দিকে বিরোধীদের বাধা দেওয়ায় অভিযুত্ত শাসকদল তৃণমূল কংগ্রেস। মনোনয়নের পর্ব শেষ হতেই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলের উপরে ওঠা যাবতীয় অভিযোগ ঝেড়ে ফেলেছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে খড়গ্রাম, চোপড়া, ভাঙড়ে পরপর খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত বলে অভিযোগ উঠেছে।

   

দলের তরফে পঞ্চায়েতে ভোট নিয়ে বিশেষ বৈঠকের আগে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ইসলামপুর ও অন্যান্য জায়গায় যে সমস্যা হয়েছে তাতে আমাদের দলের কোনও সম্পৃক্ততা নেই। যারা করেছে তাদের আমরা টিকিট দিইনি। তারা আমাদের কাছে টিকিট চেয়েছিল কিন্তু তাদের রেকর্ড দেখে আমরা টিকিট দিইনি। আমরা তাদের প্রমাণপত্র দেখে টিকিট দিয়েছি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular